পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२३ লালন শাহ্ ও লালন-গীতিক। ২১ না জানি কেমন রূপ সে । রূপের সৌরভে যার ত্রিভুবন মোহিত করেছে । দেখিতে রূপ হয় বাসনা, কিসে হয় তার উপাসনা কোথায় বাড়ী কোথায় ঠিকানা আমি খুজে পাই নে কোন দিশে । আকার কি সাকার ভাবিব নিরাকার কি জ্যোতি রূপ, এ কথা কারে শুধাব দুনিয়া স্বষ্টি করলেন কোথায় বসে । রূপের দেশে গোল যদি রয় কি বলিতে কি বলা যায় গোলে হরি বললে কি হয় লালন ভেবে না পায় দিশে ।।* ১ এটি ‘ভাব-সঙ্গীত’ অবলম্বনে সংশোধন করা হ'ল (পৃ. ১১)। মূলে— ‘কে দেবে তার উপাসনা’ এবং ‘উপদেশে গোল যদি রয়’ ছিল । সংশোধন ক’রে ‘কিসে হয় তার উপাসনা’ ও ‘রূপের দেশে গোল যদি রয়" করা গেল । ‘লালন-গীতিকা’য় উপরি-উক্ত অংশে—পাই নে তার উপাসনা’ ও ‘উপদেশে গোল যদি রয়’ আছে ( পূঃ ১২ )। বলা বাহুল্য, তাতে অর্থ স্পষ্ট হয় না ।