পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ্ ও লালন-গীতিক। R& আছে আল্লা আলে রসুল কলে তলের ‘উল’ হলো না । অজান এক মানুষের করণ তলে আনাগোনা । আল্লা হলাদিনী > রূপে নৃত্য করেন কৌতুকে রে দুই রূপ মাঝার রূপ মনোহর সে রূপ কেও বলে না । নারী-পুরুষ ন-পুংসক নয় তাহার তুলনা তাহারি হয় রে সে রূপ অন্বেষণ জানে যেই জন শক্তি উপাসনা । শক্তিহারা ভাবুক যে কপট ভাবের উদাসিনী সে রে লালন বলে, তার জ্ঞান চক্ষু আঁধার রাগের পথ চেনে না ।" ১. আহলাদিনী ( আদর্শ খাত। ) ২. পাঠান্তর— “আছে আল্লা আছে রচুল আমার এত জ্ঞান হল না । অজানা এক মানুষের করণ তলে করছে আনাগোনা । আল্লা আল্লা যিনি দুই রূপ মিলে নিত্য করেন কৌতুকে বে দুই রূপ মজার রূপ মনোহর সে রূপ কেউ বলে না । নারী-পুরুষ ন-পুংসক রে তাহার তুলনা তাইরি হয় রে’ ইত্যাদি ( লা-গী, পৃঃ ১৬৪ )