পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহু ও লালন-গীতিক OS \, o মধুর দিল দরিয়ায় ডুবিয়া কর রে ফকীর । ছাড়ো ফকীরী হল এ দিন আখেরী । খোদার তত্ত্ব বান্দার দিল যথ। বলছে রে কোরাণে অাপে খোদ, খোদা অাজাজীলের হইল খাতা না বুঝে তার ভেদ গভীরে। শুনেছি দেহের চোঁদ ঘর আঠার চারিতে করিয়া বিচার ‘লা মোকাম’ আছে তাহার উপর মওলার নিজ আসন সেহি পুরি । দিল দরিয়ায় ডোবে যে জন আল খানার ভেদ পায় রে সে জন আলে আজব কল, দ্বি-দলে বারাম লালন হাত বাড়ায় বাহিরে । ○> মধুর দিল-দরিয়ায় যে-জন ডুবেছে । সে যে সব খবরের জবর হয়েছে । অগ্নি যেমন ভষ্মে ঢাকা অমৃত গরলে মাখা, সেইরূপে আছে রসিক-সুজন ডুবাইয়া মন, তার অন্বেষণ পেয়েছে ১. সে না” ( লা-গী ও বা-বা-বা-গা ) ; ২. যৈছে’ ( লা-গী ও বা-বা-বা-গা )