পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8cm লালন শাহ্ ও লালন-গীতিকা আন্দাজী কি হয় সাধনা ; মিছে ঘুরে মরা, গোলে মালে। ও সে মানুষ চিনলো যারা, পরম মহৎ তারা । অধীন লালন কয়, দেখি নয়ন খুলে । 8br শুদ্ধ প্রেম-রসের রসিক যে রে সাই । গুণিলে পড়িলে কি রে তারে পাই । রোজা পূজা করলে সবে আপ্ত সুখের কার্য হবে সাইয়ের খাতায় - কি সই পড়িবে মনে ভাবো তাই ।। ২ ১. *করন? - বলা বাহুল্য, রবীন্দ্র-সদনে রক্ষিত খাতার পাঠের সংগে আমাদের গৃহীত পাঠ অভিন্ন । শুধু মাত্র করন স্থানে খাতায়’ শব্দটি একজন অভিজ্ঞ বাউলের মুখ থেকে গ্রহণ করা হয়েছে। অর্থের সংগেও শব্দটি সুসংগত । রবীন্দ্র-সদনে রক্ষিত খাতার পাঠ নিম্নরূপ— ‘রোজ পূজা করিলে সবে আপ্ত সুখের কার্য হবে সাইর করণ কি সই পড়িবে ভাবো তাই ।” ( व्ली-ौ, शृ: २१ ) ২. "রোজা পূজা করিলে আপনি সুখের কার্য কি হবে তেমনি মনে ভাবি তাই ।” (লা-গী, পৃঃ ২৭ )