পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহু ও লালন-গীতিকা (S সর্ব-শাস্ত্রে আছে ঠেক মন নিয়ে সব লেখা-জোখ। কোথায় মনের ঘর-দরজা । কোথায় সে মনের রাজা, বয়ে বেড়াই পুথির বোঝা’, আপনার আপনি ভুলে ॥ মন-কমলে বাড়ে শণী* জোয়ার-ভাটা দিব?-নিশি অমাবস্যা-পেীর্ণমাসী । মনের পরে সব কারসাজি ; সুধা বরষে রাশি রাশি মন জানো না সে রূপ লীলে । বারি ভিয়ান° যে ক’রেছে গুরু-কৃপা তার হয়েছে বহিছে কারণ্য-বারি । তাহে রে° অটল বিহারি ; লালন বলে, মরি মরি, মনেরে বুঝাই কোন ছলে । ১. বয়ে বেড়ায় পৃথিবীর বোঝা’ ( আদর্শ খাতা ) ; ২. ‘কাশী’ (লা-গী, পৃঃ ১২৭ ) ; ৩. চারি ভিয়ান (লা-গী ) ; ৪. তা হেরে অটল বিহারী ( লা-গী )