পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बंब्र९-नॉहिष्ठ-नर्4ॉइ বিজয়া। স্বীকার করে নিতে তো জামি বলিনি, আমি বলছি সেইটেই এখানে চলবে । বিলাস । তুমি জানো এতে আমার অসন্মান হয়। বিজয়া । ( অল্প হাসিয়া ) সন্মানটা কি কেবল একলা আপনার দিকেই থাকবে নাকি ? দয়াল । ( ব্যস্তভাবে উঠিয়া দাড়াইয়া) মা, এখন আমি যাই, দেখি গে তাদের কোন অসুবিধা হচ্ছে নাকি ? বিজয়া । না, সে হবে না । আমাদের গল্প এখনও শেষ হয়নি। আপনি বসুন । ( একটু উচ্চকণ্ঠে) কালীপদ ? কালীপদ । ( দ্বারের কাছে মুখ বাড়াইয়া সাড়া দিল) কি মা ? বিজয়া। পরেশের মাকে বলে গে দয়ালবাবু এখানে খাবেন। আমার শোবার ঘরের বারাদায় তার ঠাই করে দিতে বলে দাও। চলুন দয়ালবাবু, আমরা ওপরে গিয়ে বসি গে । বিজয়া ও তাহার পিছনে দয়ালবাবু সভয়-মন্থরপদে প্রস্থান করিলেন। বিলাস সেইদিকে ক্ষণকাল আরক্তনেস্ত্ৰে চাহিয়া বাহির হইয়া গেল । ] छछूर्थ छूथ বাটীর একাংশের ঢাকা বারান্দা [ নরেন প্রবেশ করিল। পরনে সাহেবী পোষাক, টুপী খুলিয়া সেটা বগলে চাপিয়া „^ হাতের লাঠিটা একধারে ঠেস দিয়া রাখিল । ] নরেন । ( এদিকে-ওদিকে চাহিয়া ) উঃ—কোথাও এক ফোটা হাওয়া নেই। জার এই বিজাতীয় পোষাকে যেন আরও ব্যাকুল করে তুলেছে। এদিকে কি কেউ নেই নাকি ? এই যে কালীপদ– [ কালীপদ প্রবেশ করিল ] নরেন। কালীপদ, তোমার মা-ঠাকরণকে একটা খবর দিতে পাৱ ? কালীপদ । দিতে হবে না, মা নিজেই নেমে আসছেন। ভেতরে গিয়ে বলবেন না বাৰু?