পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छुङौम्न अक अयंथम चि বিজয়ার বসিবার ঘর বিজয়া স্বস্থ হইয়াছে, তবে শরীর এখনও দুৰ্ব্বল। কালীপার প্রবেশ ] কালী । ( অশ্রুবিকৃতস্বরে ) মা, এতদিন তোমার অস্বখের জন্তেই বলতে পারিনি, কিন্তু এখন আর না বললেই নয়। ছোটবাবু আমাকে জবাব দিয়েছেন । दिअब्रां । cरुम ? কালী। কর্তাবাবু স্বর্গে গেছেন—তার কাছে কখনো মন্দ শুনিনি, কিন্তু ছোটবাৰু আমাকে ছ'চক্ষে দেখতে পারেন না-দিনরাত গালাগালি করেন। কোন দোষ করিনে তৰু-(চোখ মুছিয়া ফেলিয় ) সেদিন কেন তাকে জানাইনি, কেন নরেনবাবুকে তোমার ঘরে ডেকে এনেছিলুম, তাই জবাব দিয়েছেন। বিজয়া । (কঠিনম্বরে ) তিনি কোথায় ? কালী । কাছারি-ঘরে বসে কাগজ দেখছেন । বিজয় । ই । আচ্ছা দরকার নেই—এখন তুই কাজ করগে যা। [ কালীপদর প্রস্থান ] [ দয়াল প্রবেশ করিলেন ] দয়াল । তোমার কাছে আসছিলাম মা । বিজয় । আম্বন দয়ালবাবু, আপনার স্ত্রী ভাল আছেন তো ? দয়াল। আজ ভাল আছেন। নরেনবাবুকে চিঠি লিখতে, কাল বিকেলে এসে তিনি ওষুধ দিয়ে গেছেন। কি অদ্ভূত চিকিৎসা মা, চব্বিশ ঘণ্টার মধ্যেই পীড়া যেন বারো জানা আরোগ্য হয়ে গেছে । বিজয়া। ভাল হবে না, আপনাদের সকলের বিশ্বাস ওঁর উপর। দয়াল। সে কথা সত্যি। কিন্তু বিশ্বাস তো শুধু শুধু হয় না মা ! আমরা পরীক্ষা করে দেখেছি কিনা, মনে হয় ঘরে পা দিলে সমস্ত ভাল হয়ে যাবে। বিজয়া । তা হবে ! দয়াল। একটা কথা বলব মা—য়াগ করতে পাবে না কিন্তু। তিনি ছেলেমানুষ সত্যি, কিন্তু যে-সব নামজাদ বিজ্ঞ চিকিৎসকের দল তোমার মিথ্যে চিকিৎসা করে টাকা আর সময় নষ্ট করলে, তাদের চেয়ে তিনি ঢের বেশী বিজ-এ আমি শপথ করে বলতে পারি। আর একটা কথা মা, নরেনবাবু গুৰু ওঁরই চিকিৎসা করে বাননি-আরও একজনের ব্যবস্থা করে গেছেন। (টেবিলের উপর এক টুকরা কাগজ