পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ উাবলাম, সত্যিই তো । কিই বা আছে এখানে যা ওকে টেনে রাখবে ! কিন্তু ভাবলেও চোখে যেন জল এসে পড়ে। কিন্তু আর না মা, আমি উঠি, একটু কাজ সেরে নিই গে । বিজয় । কিন্তু বাড়ি যাবার আগে আর একবার দেখা করে যাবেন । এমনি চলে যাবেন না । { কালীপদ প্রবেশ করিল ] কালীপদ । [ দয়ালের প্রতি ] ডাক্তারসাহেব একবার দেখা করতে-চান ? দয়াল । কে ডাক্তার, অামাদের নরেন ? আমার সঙ্গে দেখা করতে চায় ? এখানে এসে ? কালীপদ । নীচের ঘরে বসাব, না যেতে বলে দেব ? বিজয় । চলে যেতে বলবি ? কেন । ষা আমার এই ঘরে তাকে ডেকে নিয়ে আয় । [ মাথা নাড়িয়া কালীপদ প্রস্থান করিল ] দয়াল । এখানে ডেকে আনা কি ভালো হবে মা ? বিজয় । আমার বাড়িতে ভালো-মন্দ বিচারের ভার আমার উপরেই থাক দয়ালবাবু। দয়াল। না না, তা আমি বলিনি, বিলাসবাবু শুনতে পেলে কি— বিজয়া। শুনতে পাওয়াই তার দরকার মনে করি । নিজের যথাযোগ্য স্থানটার সম্বন্ধে ধারণ তাতে পাকা হয় । কালীপদ প্রবেশ করিল ] কালীপদ । ডাক্তারলাহেব এলেন না, চলে গেলেন । দয়াল । চলে গেলেন ? কেন ? কালীপদ । জিজ্ঞেস করলেন, মিস্ দাস আছেন ? বললুম, না । বললেন, তাহলে আবগুক নেই, ও বাড়িতেই দেখা হবে । এই বলেই চলে গেলেন। দয়াল। মা ভেকেছিলেন বলেছিলে তাকে । কালীপদ । বলেছিলুম বইকি ! বললে, আজ সময় নেই, ছ’টার গাড়িতে ফিরে যেতে হবে। যদি সময় পান আর একদিন এসে দেখা করে যাবেন। দয়াল । ( সলজ্জে ) কি জানি । এরকম তো তার প্রকৃতি নয় মা । বোধ হয় সত্যিই খুব তাড়াতাড়ি । বিজয় । (কালীপদয় প্রতি ) আচ্ছা তুই বা এখান থেকে। [ যাওয়ার মুখে কালীপদ হঠাৎ ব্যস্ত হইয়া উঠিল, বলিল, কর্তাৰাৰু জাগছেন এবং সসঙ্কোচে অন্ত দ্বার দিয়া বাহির হইয়া গেল। “ মন্থয়পদে রাগবিহাৰীবাবু প্রবেশ করিলেন । ] Weg