পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/৩৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

भश्tंचांधौ দেখিতে হইবে। আত্ম-বঞ্চনা করিয়া নয়, পরের উপর মোহ বিস্তার করিয়া নয়, হিংসা ও আক্রোশের নিষ্ফল অগ্নিকাও করিয়া নয়, -কারারুদ্ধ মহাত্মার পদাঙ্ক অমুসরণ করিয়া, তাহারি মত শুদ্ধ ও সমাহিত হইয়া এবং তাহারি মত লোভ, মোহ ও ভয়কে সকল দিক দিয়া জয় করিয়া। অর্থহীন কারাবরণ করিয়া নয়,— কারাবরণের অধিকার অর্জন করিয়া । হয়ত ভালই হইয়াছে। শাসনযন্ত্রের নাগপাশে আজ তিনি আবদ্ধ। তাহার একান্ত বাঞ্ছিত বিশ্রামের কথাটা না হয় ছাড়িয়াই দিলাম, কিন্তু দেশের ভার যখন আজ দেশের মাথায় পড়িল,—একটা কথা তিনি বারবার বলিয়া গিয়াছেন, দানের মত স্বাধীনতা কোনদিন কাহারও হাত হইতে গ্রহণ করা যায় না, গেলেও তাহ থাকে না, ইহাকে হৃদয়ের রক্ত দিয়া অর্জন করিতে হয় তাহার অবর্তমানে আপনাকে সার্থক করিবার এই পরম সুযোগটাই হন্ধত আজ সৰ্ব্বসাধারণের ভাগ্যে জুটিয়াছে। যাহারা রহিল, তাহারা নিতান্তই মানুষ । কিন্তু মনে হয়, অসামান্ততার পরম গৌরব আজ কেবল তাহাদেরই প্রতীক্ষা করিয়া রহিল । আরও এ টা পরম সত্য তিনি অত্যন্ত পরিস্ফুট করিয়া গেছেন। কোন দেশ যখন স্বাধীন মুস্থ ও স্বাভাবিক অবস্থায় থাকে তখন দেশাত্মবোধের সমস্তাও খুব জটিল হয় না, স্বদেশ-প্রেমের পরীক্ষাও একেবারে নিয়তিশয় কঠোর করিয়া দিতে হয় না । সেদেশের নেতৃস্থানীয়গণকে তখন পরম যত্বে বাছাই করিয়া না লইলেও হয়ত চলে। কিন্তু সেই দেশ যদি কখনও পীড়িত, রুগ্ন ও মরণাপন্ন হইয়া উঠে, তখন ঐ ঢ়িলাঢ়ালা কৰ্ত্তব্যের আর অবকাশ থাকে না। তখন এই দুদিন যাহার। পার করিয়া লইয়া যাইবার তার গ্রহণ করেন, সকল দেশের সমস্ত চক্ষের সম্মুখে তাহাদিগকে পরার্থপরতার অগ্নিপরীক্ষা দিতে হয় । বাক্যে নয় –কাজে, চালাকির মার-প্যাচে নয় - সরল সোজা পথে, স্বার্থের বোঝা বহিয়া নয়—সকল চিন্তা, সকল উদ্বেগ, সকল স্বার্থ জন্মভূমির পদপ্রান্তে নিঃশেষে বলি দিয়া । ইহার অন্যথা বিশ্বাস করা চলে না। এই পরম সত্যটিকে আর আমাদের বিস্তুত হইলে কোনমতে চলিবে না । এই পরীক্ষা দিতে গিয়াই আজ শত-সহস্র ভারতবাসী রাজকারাগারে । এবং এইজন্তই ইহাকে "স্বরাজ আশ্রণ’ নাম দিয়াও র্তাহারা আনন্দে রাজদও মাথায় পাতিয়া লইয়াছেন । প্রজার কল্যাণের সহিত রাজশক্তির আজ কঠিন বিরোধ বাধিয়াছে। এই বিগ্ৰহ, এই বোঝাপড়া কবে শেষ হইবে সে শুধু জগদীশ্বরই জানেন, কিন্তু রাজার প্রজায় এই সংঘর্ষ প্রজ্জ্বলিত করিবার ৰিনি সৰ্ব্বপ্রধান পুরোহিত, আজ যদিও তিনি অবরুদ্ধ, কিন্তু, এই বিরোধের মূল তথ্যটা আবার একবার নুতন করিয়া দেখিবার সময় আসিয়াছে। vుeళి