পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষের পরিচয় সারদা তড়িৎবেগে উঠিয়া পথ জাগুলিয়া দাড়াইল, বলিল, না, এমন করে হঠাৎ চলে খেতে আমি কখনো দেবো না । তুমি হঠাৎ বলে কাকে ? রাত হোলে যে—বাবে না ? ষাবেন জানি, কিন্তু মার সঙ্গে দেখা করেও যাবেন না ? আমাকে তার কিসের প্রয়োজন ? দেখা করার সর্জও তো ছিল না। চুপি চুপি এসে তেমনি চুপি চুপি চলে বাবে এইতো ছিল কথা। সারদা বলিল, না, সে সৰ্ত্ত জার আমি মানবো না । দেখ, করার প্রয়োজন নেই বলচেন ? মার নিজের না থাকু, আপনারও কি নেই ? রাখাল বলিল, ষে প্রয়োজন আমার সে রইলো অন্তরে—সে কখনো ঘুচবে না— কিন্তু বাইরের প্রয়োজন আর দেখতে পাইনে সারা । চাপিবার চেষ্টা করিয়াও গৃঢ় বোন সে চাপ দিতে পারিল না, কণ্ঠস্বরে ধরা পড়িল । তাহার মুখের প্রতি চোখ পাতিয়া সারা অনেকক্ষণ চুপ করিয়া রহিল, তার পরে ধীরে ধীরে বলিল, আজ একটা প্রার্থনা করি দেবতা, ক্ষুদ্রত) ঈর্ষা আর যেখানেই থাকু আপনার মনে ৰেন না থাকে। দেবতা বলে ডাকি, দেবতা বলেই যেন চিরদিন ভাবতে পারি। চলুন মার কাছে, জাপনি না বললে তার যাওয়া হবে না । অামি না বললে যাওয়া হবে না ? তার মানে ? মানে আমিও জিজ্ঞাসা করেছিলুম। মা বললে, ছেলে বড় হলে তার মত নিতে হয় মা। জানি, রাজু বারণ করবে না, কিন্তু হুকুম না দিলে যেতেও পারবে না সারদা । এ-কথা শুনিয়া রাখাল নিরুত্তরে স্তন্ধ হইয়া রহিল। বুকের মধ্যে যে জালা জলিয়া উঠিয়াছিল তাহা নিভিতে চাহিল না, তথাপি দু'চোখ অশ্র-সজল হইয়া আসিল, বলিল, তার কাছে সহজে যেতে পারি এ সাংস জাজ মনের মধ্যে খুঁজে পাইনে সারদা, কিন্তু বোলে৷ তাকে, কাল আসবে পায়েঃ ধূলো নিতে। বলিয়াই সে কৃতপদে বাহির হুইয়া গেল, উত্তরের জন্য অপেক্ষা করিল না । 'S8 তারক জাসিয়াছে লইতে। জাজ শনিবারের রাটি সে এখানে থাকিয়া কাল হুহুরের ট্রেনে নতুন-মাকে লইয়া ৰাজা করিবে। সঙ্গে যাইবে জন-দুই বালী-চাৰুর এবং 2 04