পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/৩৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बिछिब्र ब्रछनांबजौ ३ আজ দেশের বড় দুর্দিন। আজ আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ অস্থস্থ। আজকের দিনে আমার ইচ্ছে ছিল না জন্মদিনে এইরূপ আনন্দ করা, কিন্তু তোমাদের ডাক, তোমাদের সম্পাদকের আবদার আমায় রাখতে হ’লো, কবে আছি, কবে নেই—হয়ত আজকের ৩১শে ভাদ্র আর ফিরে আসবে না । সেইজন্য আসতে হ’লো, তোমাদের ডাককে উপেক্ষা করতে পারলাম না । ৬১টা ত চলে গেল—কিছুই করতে পারলাম না । জানি না ৬২টাও কি-রকমভাবে যাবে, যদি আবার ৩১শে ভাত্র ফিরে আসে ত তোমাদের কাছে নিশ্চয় আসব। তোমাদের কাছে আজকে আমি দুটি কথা বলতে এসেচি। বাঙালী বড় ছোট হয়ে যাচ্ছে। আগে দেখতুম বাঙালী সব উচু উচু পদে রয়েচে, কিন্তু আজ আর সেদিন নেই। আগে ছিল বাঙালীর সম্প্রসারণের যুগ, আর আজ বাঙালীর সঙ্কোচনের যুগ। বাঙালী আজ জীবন-সংগ্রামে হটে যাচ্ছে, বাঙালী আজ বিপৰ্য্যন্ত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমারা দেশের গুণী ও শ্রেষ্ঠ ব্যক্তিদিগকে সৰ্ব্বদা সম্মান দিতে কোনদিন যেন কাপণ্য না করে। এই কথাটা সব সময় মনে রেখো যে, এতে কেবল তা’দিগকে সন্মান করা হয় মাত্র তা নয়, পরন্তু এইরূপ সন্মান-প্রদর্শনে দেশের ব্যক্তিদিগের গুণের সমাদর করা হয়, আর দেশবাসীকে তাছার গুণ-সম্বন্ধে সচেতন করবার স্থযোগ ঘটায়। কোন ব্যক্তিকে সমালোচনা করা আমি আদৌ নিন্দনীয় মনে করি না । এতে বরং সমালোচনার পাত্রটিকে নানা বিষয়ে অবহিত হতে সাহায্য করে। উপযুক্ত সমালোচনা সৰ্ব্বদাই প্রশংসার যোগ্য। কিন্তু এই সমালোচনা করতে গিয়ে যদি তাকে নানারূপে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়, তা হলে এর চেয়ে দুঃখের বিষয় আর কিছু নেই। এ-রকম আক্রমণে পরঐকাতরতাই দেখান হয় । আজকাল বাঙলাদেশে বিশেষভাবে এই পরঐকাতরতার লক্ষণ দেখা যাচ্ছে। দিনে দিনে পরস্ত্রকাতরতার বিষময় ফল বাঙালী সমাজকে পঙ্গু করে তুলচে। তোমাদের কাছে আমার আবার অঙ্কুরোধ, এইরূপ মনোভাব যেন তোমরা না পোষণ কল্প । জাজকে তোমাদের কাছ থেকে বিদায় নিই।” S u B BBD DBB D DDDD DDDD BBBB SBBB BB BB00S SBBBS BDD मिि'-यक्ख् बछिनमरनब्र प्लेख्रङ्ग बङ्घठ ! *