পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/৩৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পত্র-সঙ্কলন אנג'ל ,ה:af 8 প্রথম-তোমার আগেকার চিঠিরও এখনো জবাব দিই নি। ভাবছিলাম, তুমি কেন যে আমাকে চিরকাল এত ভালবাস—আমি এ-কথা অনেকদিন থেকেই ভাবি । আমি ত যোগ্য নই ভাই! আমার অনেক দোষ। তোমার সরল, স্নেহপূর্ণ বন্ধুত্ব আমাকে অনেক সময়ে স্থখ দেয়-দুঃখ দিতেও ছাড়ে না। ভাবি আমার লম্বন্ধে এই লোকটা ইচ্ছা ক’রেই আত্মপ্রবঞ্চনা করছে—না সত্যি এত সরল স্বস্ব আজকাল মেলে ? তোমাকে আমার কিছুই অজেয় নাই, এ কথা কেউ যদি না বিশ্বাস করে প্রমথ তুমি করবেই। আমার অনেক দোষের সময়েও যখন বিশ্বাস করে এসেছে, তখন, এখন ত আমি ভাল ছেলের মধ্যেই। আজকাল প্রায়ই সত্য কথা বলি। আমার অনেক কথা আছে। আমার কাশীনাথ’টা অতি ছেলেবেলার লেখা । যে সময়ে ওটা তোমার ভাল লাগত (মনে আছে বোধ হয় পাথুরেঘাটায়) আমারও ভাল লেগেছিল, লিথেওছিলাম। আজ তুমিও বড় হয়েছ, আমিও। তোমারও ভাল লাগেনি, আমারও অতি বিশ্ৰী লেগেছে। ধন্ত সমাজপতি মহাশয় ( সাহিত্যসম্পাদক স্বরেশচন্দ্র সমাজপতি ) ৷ এও প্রকাশ করেছেন। অনিল দেবী ও তার ভাই শরৎ অর্থাৎ শরং এবং আনিলা দেবী অর্থাৎ অনিলা দেবী এবং শরৎ "যমুনা কাগজে কথা দিয়ে নিজের হাত পা বেঁধেছেন। আমি অনেক অপরাধ অনেক গহিত কাজ আমার প্রথম বয়সে করেছি—আর করতে চাই নে ভাই । আমি কথা দিয়েছি—তুমি আমার বন্ধু—এতে প্রফুল্লমনে সম্মতি দাও। লোভের বশে বা তোমার মত বন্ধুর অনুরোধেও আর অসত্য স্বষ্টি না করি এই আশীৰ্ব্বাদ করে আমাকে সৰ্ব্বাস্ত করণে ভিক্ষা দাও । আমার মামারাও বিরূপ-- র্তাদেরও অনেক অনুনয় করেছি। আমার লেখা ( ছোট গল্পে যদিও তেমন মজবুত নই ) ফাল্গুন থেকে যমুনায় বেরোচ্ছে এবং তোমার অনুমতি পেলে আরও কিছুকাল নিশ্চয়ই বেরোবে। আমার মত এবং গল্পের ধারা সম্বন্ধে বিচার করার জন্য দুই এক দিনের মধ্যেই যমুনা পাবে। যমুনা দেখে সমুদ্রের ধারণা তোমার না করতেও হয়ত হতে পারে। যমুনা দেখে যমুনার ধারণাই কোরো–তোমার স্বাধীন মত লিখে জানাইও । বৈশাখও প্রথম বৈশাখেই পাবে। তাতে নারীর মূল্য বলে ক্রমশঃ একটা প্রবন্ধ আনিলা দেবী লিখছেন । তার সম্বন্ধেও মত দেবে। চরিত্রহীন' তোমাকে পড়তে দিতে পারি (এই সময়ে শরৎচন্দ্র চরিত্রহীন’ পুনরায় णिथिt ७fइtजन) दि रु भूझि७ क इवाब ६मj नग्न । ५$1 कब्रिह्मशैtनद्र (ज९ छद्विजश्रौन-८ठाषाबब एकक्लिब नtणन्न इt५] गिtइ रएहे ९ि६७ ६३ १फ़्t९-७ी Voyo