পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/২৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ সকালবেলা নীলাম্বর বলিল, যা তোর মামার বাডি থেকে দিন-কতক ঘুরে আয় বিরাজ, আমিও একবার কলকাতায় যাই । কলকাতায় গিয়ে কি হবে ? নীলাম্বর কহিল, কত রকম উপাৰ্জনের পথ সেখানে আছে, যা হোক একটা উপায় হবেই-কথা শোন বিরাজ, মাস-কয়েক সেখানে গিয়ে থাক গে। বিরাজ জিজ্ঞাসা কবিল, কতদিনে আমাকে ফিরিয়ে আনবে ? নীলাম্বর বলিল, ছমাসের মধ্যে ফিরিয়ে আনব, তোকে আমি কথা দিচ্ছি। জাচ্ছা ; বলিয়া বিরাজ সন্মত হইল। দিন চার-পাচ পরে গরুর গাড়ি আসিল, মামার বাড়ি যাইতে আট-দশ ক্রোশ এই উপায়েই যাইতে হয় । অথচ বিরাঞ্জের ব্যবহারে যাত্রার কোন লক্ষণ প্রকাশ পাইল না। নীলাম্বর ব্যস্ত হইতে লাগিল, তাগিদ দিতে লাগিল। বিরাজ কাজ করিতে করিতে বলিয়া বসিল, আজ ত আমি যাব ন+আমার জস্বখ কচ্চে। নীলাম্বর জবাক হইয়া বলিল, অমুখ কচ্চে কি রে } SBBD BBBS K BBB BSBB BBB BBS BBBS BB BB BBBS পিতলের কলসীটা কাকালে তুলিয়া লইয়া নদীতে জল আনিতে চলিয়া গেল। সেদিন গাড় ফিরিয়া গেল । রাত্রে অনেক সাধাসাধ অনেক বোঝানোর পর সে ছুদিন পরে যাইতে সম্মত হইল। দুদিন পরে আবার গাড়ি আসিল । নীলাম্বর সংবাদ দিবামাত্রই বিরাজ একেবারে বাকিয়া বসিল—না, আমি কখখনো যাব লা । নীলাম্বর আরও আশ্চৰ্য্য হইয়া বলিল, যাবিলে, কেন ? বিরাজ কাদিয়া ফেলিল—ন, আমি যাব না। আমার গয়লা কৈ, আমার ভাল কাপড় কৈ, আমি দীন-দুঃখীর মত কিছুতেই যাব না । নীলাম্বর রাগিয়া বলিল, আজি তোর গয়ন নাই সত্যি, কিন্তু যখন ছিল, তখন ত একদিন ফিরেও চাস্নি ? বিরাজ চুপ করিয়া আঁচল দিয়া চোখ মুছিতে লাগিল। নীলাম্বর পুনরায় কহিল, তোর ছল আমি বুঝি। আমার মনে মনে সন্দেহ ছিলই, তবে ভেবেছিলুম, দুঃখ-কষ্টে বুঝি তোর হশ হয়েছে, তা দেখছি কিছুই হয়নি। ভাল. তুইও শুকিয়ে মর, আমিও মরি। বলিয়া সে বাহিরে গিয়া গাড়ি ফিরাইয়া দিল । পুরবেলায় নীলাশ্বর ঘরের ভিতর ঘুমাইতেছিল, পীতাম্বর নিজের কাজে ቘዓቂቅ