পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/৩৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নব-বিধান ক্ষেত্নমোহন এতক্ষণ পৰ্যন্ত চুপ করিয়াই ছিলেন, তাইবোনের বাদ-বিতণ্ডার মধ্যে কথা কহিতে চাহেন নাই, কিন্তু আর থাকিতে না পারিয়া বলিলেন, আগে গিয়েই ত দেখ, চা যদি না পাও তখন না হয় ব’লো । বিজ্ঞা কছিল, আমার দেখাই আছে। প্রথম দিন তার ভাব দেখেই আমি বুৰে এগেচি। এই বলিয়া গে চলিয়া গেল। তাহার অমুযোগ যে একেবারেই সত্য নয়, বস্তুতঃ সেদিন কিছুই দেখিয়া আলিবার মত তাহার সময় বা মনের অবস্থা কোনটাই ছিল না, তাহ উভয়ের কেহই জানিতেন না। ক্ষেত্রমোহন কহিলেন, বাস্তবিক শৈলেশ, ব্যাপার কি তোমাদের r চাকর-বাকর সমস্ত বিদায় করে দিয়ে কি বোষ্টমবৈরাগী হয়ে থাকবে না কি ? আজকাল খাচ্চো কি ? শৈলেশ কহিল, ডাল ভাত লুচি তরকারি— গলা দিয়ে গলচে ওগুলো ? অন্ততঃ গলায় বাধচে না এ কথা ঠিক । ক্ষেএমোহন হালিয়া কহিল, ঠিক তা আমিও জানি । এবং আমার ষে সত্যি সত্যিই বাধে তাও নয়, কিন্তু মজ এমনি যে, সে কথা নিজেদের মধ্যে স্বীকার করবার ঙ্গে নেই। তুমি কি এমনই বরাবর চালিয়ে যাবে স্থির করেচ নাকি ? শৈলেশ ক্ষণকাল মৌন থাকিয়া কছিল, দেখ ক্ষেত্র, যথার্থ কথা বলতে কি, স্থির আমি, নিজে কিছুই করিনি, করবার ভারও আমার পরে তিনি দেননি। শুধু এইটুকু স্থির করে রেখেচি ষে, তার অমতে র্তার সাংসারিক ব্যবস্থায় আর জামি হাত দিচ্চিনে । ক্ষেত্রমোহন দ্বারের প্রতি দৃষ্টিপাত করিয়া চুপি চুপি কহিলেন, চুপ চুপ, এ কথা তোমার বোনের ঘদি কানে ধtয় ত জার রক্ষ থাকবে না, তা বলে দিচ্ছি ! শৈলেশ কহিল, এদিকে যদি রক্ষা নাও থাকে অল্প দিকে একটু রক্ষণ বোধ হয় পেয়েচি ষে, আয়ের চেয়ে ব্যয় বেশী এ দুশ্চিন্তা আর ভোগ করতে হবে না। বল কি হে, অহৰ্নিশি কেবল টাকার ভাবনা, মাসের পনরটা দিন পার হলেই মনে হয় DDS BBBS BB BB BB B BBSB BB BB B BBB BBS DB বেঁচে গেছি ভাই–টাকা ধার করতে আর যেতে হবে না—ম্বে ক’টা টাকা মাইনে পাই, সেই আমার যথেষ্ট, এ স্থখবরটা এর কাছে আমি পেয়ে গেছি। ক্ষেত্রমোহন কছিলেন, বল কি হে ? কিন্তু টাকার দুর্তাবনা কি একা তোমারই ছিল না কি ? আমি ষে একেবারে কণ্ঠায় কণ্ঠায় হয়ে উঠেচি, সে খবর ত রাখে। শৈলেশ বলিঙে লাগিল, এলাহাবাদে পালাৰার সময় পৃরে একটি মাগের মাইনে জালমারিতে রেখে যাই। বলে যাই, একটি মাগ পুরো চল চাই। আগে ও কোন 臀翰