পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (পঞ্চম সম্ভার).djvu/৩৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१ ছোট ভাই হরিচরণ এতদিন বিদেশে সামান্য চাকুরিই করিতেছিল, হঠাৎ লড়াইয়ের পরে কি জানি কেমন করিয়া সে বড়লোক হইয়া চাকুরি ছাড়িয়া বাড়ি চলিয়া আসিল । লোককে চড়া মুদে টাকা ধার দিতে লাগিল, স্ত্রীর নামে একটা বাগান খরিদ করিয়া ফেলিল, এবং আরও দু-একটা কি কি কাজ করিল যাহাতে তাহার টাকার গন্ধ পাঁচ-সাতখানা গ্রামের লোকের নাকে পৌছতে বিলম্ব হইল 더 || একদিন হরিচরণ আসিয়া সবিনয়ে কহিল, দাদা, অনেকদিন ধরেই আপনাকে একটা কথা বলব ভাবচি– গুরুচরণ কহিল, বেশ বল । হরিচরণ ইতস্তত: করিয়া বলিল, আপনি একলা আর কত পারবেন, বয়সও হ’লো— গুরুচরণ কহিল, হ’লো বৈকি। যটি চলচে । হরিচরণ কহিল, তাই বলছিলাম, আমি ত এখন বাড়িতেই রইলাম, বিষয়আশয়গুলো সব এলেমেলো ইয়ে রয়েচে, একটু চিহ্নিত করে নিয়ে যদি আমিই— গুরুচরণ ক্ষণকাল ছোট ভাইয়ের মুখের প্রতি চাহিয়া থাকিয়া কহিল, বিষয়আশয় আমাদের সামান্তই, আর তা এলোমেলো হয়েও নেই, কিন্তু তুমি কি পৃথক হবার প্রস্তাব করচ ? হরিচরণ লজ্জায় জিভ কাটিয়া কহিল, আজ্ঞে না না, যেমন আছে যেমন চলচে তেমনই সব থাকবে, শুধু যা যা আমাদের আছে একটু অমনি চিহ্ন দিয়ে নেওয়া, আর রান্না-বান্নটাও বড় ঝঞ্চাটের ব্যাপার - সমস্ত একই থাকবে—তবে ডালট ভাতটা আলাদা করে নিলে, বুঝলেন না গুরুচরণ বলিলেন, বুঝেচি বইকি। বেশ, কাল থেকেই তাই হবে । হরিচরণ জিজ্ঞাসা করিল, চিহ্নটা কিভাবে দেবেন স্থির করেচেন ? গুরুচরণ কহিলেন, স্থির করার ত এতদিন আবশ্বক হয়নি, তবে আজ যদি হয়ে থাকে, আমরা তিন ভাই, তিন অংশ সমান ভাগ করে নিলেই হবে। হরিচরণ মাথা নাড়িয়া বলিল, তিন অংশ কি-রকম ? মেজবে বিধবা, ছেলেপুলে নেই, তার আবার অংশ কি ? দু'ভাগ হবে। গুরুচরণ মাথা নাড়িয়া বলিলেন, না, তিন ভাগ হবে। মেজবেীমা আমার খামাচরণের বিধবা, যতদিন বেঁচে আছেন অংশ পাবেন বৈকি। 8 אסי