পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্রই তুই পা দিচিল শুধু সেই পথে। তাই ত তোকে বার বার বলি বাবা, তুই যেন তোর জন্মভূমিকে ত্যাগ করে কিছুতে যাস্নে । তোর মত বাইরে থেকে যারা বড় হতে পেরেচে, তারা যদি তোরই মত গ্রামে ফিরে আসত, সমস্ত সম্বন্ধ বিচ্ছিন্ন কোরে চলে না যেত, পল্লীগ্রামের এত বড় দুৰ্গতি হোত না । তারা কখনো গোবিন্দকে মাথায় নিয়ে তোকে দূরে সরাত না। রমেশ । দূরে যেতে ত আর আমার দুঃখ নেই জ্যাঠাইমা । জ্যাঠাইমা । কিন্তু এই দুঃথই যে সবচেয়ে বড় দুঃখ রমেশ, কিন্তু আজ যদি কাজের মাঝখানেই সব ছেড়ে দিয়ে চলে যাস বাবা, তোর জন্মভূমি তোকে ক্ষমা করবে না। রমেশ । জন্মভূমি ত শুধু এক আমার নয় জ্যাঠাইমা ! জ্যাঠাইমা । তোর একার বই কি বাবা, শুধু তোরই মা। দেখতে পানে মা মুখ ফুটে সস্তানের কাছে কোনদিন কিছুই দাবী করেন না। তাই এত লোক থাকতে কারো কানেই তার কান্না গিয়ে পৌছয়নি, কিন্তু তুই অসামাত্রই শুনতে পেয়েচিস্। রমেশ । ( ক্ষণকাল নতমুখে নীরবে থাকিয় ) একটা কথা তোমাকে জিজ্ঞেস করব জ্যাঠাইমা । জ্যাঠাইমা ! কি কথা রমেশ ? রমেশ । আমি ত তোমাদের জাত-ভেদ মানিনে, কিন্তু তুমি ত মান ? জ্যাঠাইমা। তুই মানিস্নে বলে আমি মানব না রে ? রমেশ। কিন্তু আমি ত সকলের ছোয়া খাই,-আমার হাতে ত তুমি খেতে পারবে না জ্যাঠাইমা ? জ্যাঠাইমা। পারব না কিরে ? তুই আমার বাবা-তাই কি ছোটোখাটাে ? মন্ত বড় বাবা । মেয়ে হয়ে এতবড় আম্পৰ্দ্ধার কথা আমি মুখে আনতে পারি রে ? রমেশ । (তৎক্ষণাৎ ইেট হইয়া তাহার পায়ের ধূলা মাথায় লইয়া) এই আশীৰ্ব্বাদ আমাকে তুমি কর জ্যাঠাইমা, তোমাকে যেন আমি চিনতে পারি। জ্যাঠাইমা । (তাহার চিবুক স্পর্শ করিয়া চুম্বন করিয়া ) হয়েচে, হয়েচে । কিন্তু আমার যে এখনো আহিক সারা হয়নি বাবা, একটুখানি বসবি ? রমেশ । না জ্যাঠাইম, আমার ইস্কুলের বেলা হয়ে যাচ্ছে। জ্যাঠাইমা। তা হলে যখনি সময় পাবি আসিস রমেশ । [ রমেশ ও জ্যাঠাইমার প্রস্থান । একদিক দিয়া রমা ও অপর দিক দিয়া দাসীর প্রবেশ ] • জুমা । জ্যাঠাইমা কোথায় রাধা ? ኟ8ቁ