পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

विउँौन्न झुम्री [ ভৈরব আচার্য্যের বহিৰ্ব্বাট । দৌহিন্ত্রের অন্নপ্রাশন উপলক্ষে দ্বারে মঙ্গলঘট স্থাপিত হইয়াছে। অাম্রপল্লবের মালা গাথিয়া সম্মুখে ঝুলাইয়া দেওয়া হইয়াছে। প্রাঙ্গণের এক প্রাস্তে রক্ষনচৌকি বাদ্যকরের দল উপবিষ্ট । সম্মুখের বারান্দায় বসিয়া গোবিন্দ গাঙলী, বেণী ঘোষাল . প্রভৃতি ভদ্রলোক । কেহ হাসিতেছে, কেহ ধুমপান করিতেছে । একজন বৈষ্ণব ও তাহার বৈষ্ণবী কীৰ্ত্তন গাহিতেছিল, এবং তাহাই সকলে পরমানন্দে শ্রবণ করিতেছে। গান শেষ হইলে দৗম ভট্টাচাৰ্য্য হ’ক রাখিয়া বাহিরে যাইতেছিল, এমনি সময়ে রমেশ আসিয়া প্রবেশ করিল। দেখিলেই বুঝা যায় সে অতিশয় উত্তেজিত হইয়া আসিয়াছে। তাহার অপ্রত্যাশিত আবির্ভাবে উপস্থিত সকলেই চঞ্চল হইয়া উঠিল । ] গান শ্ৰীমতী করিছে বেশ । ভুলাতে নাগর শুমি নটবর নানা ছাদে বাধে কেশ । ( অাহ ) শ্ৰীমতী করিছে বেশ । হেরিয়া মুকুরে চাচর চিকুরে বিনায়ে বিনায়ে বিনোদ গোথুরে রাধা বাধিল কবরী কত কেহ হ'ল নাক মনোমত ( হায় রে ) ফণি-গঞ্জিত বেণী বিনোদিনী জুলাইয়। দিক শেষ ( আহ ) শ্ৰীমতী করিছে বেশ । 夺歌Y