পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৩০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামের মুমতি । वt:ধা নয়। এখন বৌদির কথা শুনিস্নে—তখন দেখতে পাৰি। রাম প্রতিবাদ করিয়া বলিল, কখন তোমার কথা শুনিনে ? নারায়ণী বলিলেন, কখন শুনিল তাই বল। কতদিন বলেচি, আমার মাকে তুই অপমান করিসনে, তবু তাকে অপমান করতে ছাড়বিনে। কালও করেচিস্। এইবার আমি যেখানে দু'চোখ যায় চলে যাব। আমিও সঙ্গে যাব । জুই কি টের পাবি কখন যাব । আমি লুকিয়ে চলে যাব। আর গোবিন্ধ ? সে তোর কাছে থাকবে, তুই মানুষ করবি। না, আমি পারব না বৌদি। নারায়ণী হাসিয়া বলিলেন, তোকে পারতেই হবে। তখন রাম সমস্ত কথাটা অবিশ্বাস করিয়া হে হো করিয়া হাসিয়া বলিল, লব মিছে কথা । কোথাও যাবে না । মিছে নয়—সত্যি। দেখিল, আমি চলে যাব। রাম অভূতপ্ত হইয়া বলিল, আর যদি তোমার সব কথা শুনি তা হলে ? নারায়ণী হাসিমুখে বলিলেন, তা হলে যাব না। তোকেও আর গোবিন্দকে মাহুৰ করতে হবে না। - রাম খুশী হইয়া বলিল, আচ্ছা, আজ থেকে তুমি দেখো । \C) আট দিন বেশ নিরুপদ্রবে কাটিল। দিগম্বরী যে কটাক্ষ করিতেন না, তাহা মছে, কিন্তু রাম রাগ করিত না । বৌদিদির সেদিনকার কথা ঠিক বিশ্বাস মা করিলেও তাহার ভর হইয়া গিয়াছিল। কিন্তু ভগবান বিরূপ, আবার দুর্ঘটনা ঘটিল। আজ দিগম্বরী তাহার পিতৃদেবের উদ্দেশে দ্বাদশটি ব্রাহ্মণ-ভোজনের সঙ্কল্প করিয়াছিলেন। পিতার প্রেতাত্মা এতদিন ছেলের বাড়িতে চুপ করিয়া ছিল, এখন নাত-জামাইয়ের বাড়িতে যাতায়াত করিতে লাগিল, অবন্ত স্বপ্নে—তবু তাহাকে সন্তুষ্ট করা চাই ত! গৰালবেলা রাম জাক কৰিতেছিল। ভোগ আদি চুপি চুপি খবর দিয়া গেল, 歌神红