পাতা:শেষ প্রশ্ন.djvu/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

› ግs) শেষ প্রশ্ন শিখুন। অমন কোরে আপনার কাছে আপনাকে থাটো করবেন না । কিন্তু নিজের ভুল অস্বীকার করলেই কি নিজেকে শ্রদ্ধা করা হয় কমল ? o না, তা হয় না। কিন্তু অস্বীকার করারও রীতি আছৈ। সংসার তো কেবল আপনাকে নিয়েই নয়,—তাহলে তো সব গোলই চুকে যেতো। এখানে আরো দশজনের বাস, তাদেরও ইচ্ছে—অনিচ্ছে, তাদেরও কাজের ধারা গায়ে এসে লাগে । তাই, শেষ ফলাফল যদি নিজের মনোমত নাও হয়, তাকে ভুল বলে ধিক্কার দিতে থাকূলে আপনাকেই অপমান করা হয় । নিজের প্রতি এর চেয়ে বড় অশ্রদ্ধা প্রকাশ আর কি আছে বলুন তো ? অজিত ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, কিন্তু যেখানে সত্যকার ভুল হয় ? শিবনাথের সম্পর্কেও কি তোমার আত্মাসুশোচনা হয়নি কমল ? এই কি আমাকে ੇ। বিশ্বাস করতে বল ? কমল এ প্রশ্নের বোধ হয় ঠিক মত উত্তর দিলন, কহিল, বিশ্বাস করা না করার গরজ আপনার । কিন্তু তার বিরুদ্ধে কারো কাছে কোন দিন তো আমি নালিশ জানাইনি । নালিশ জানাবার লোক তুমি নও। কিন্তু ভুলের জন্যে নিজের কাছেও কি কখনো নিজেকে ধিক্কার দাওনি ? नी । তাহলে এইটুকু মাত্র বলুতে পারি তুমি অস্তৃত, তুমি-অসাধারণ স্ত্রীলোক”। এ মন্তব্যের কোন জবাব কমল দিল না, নীরব হইয়া'রহিলু। মিনিট-দশেক নিঃশব্দে কাটিবার পরে অজিত সহসা প্রশ্ন করিয়া