অধ্যায় ] নিত্যধৰ্ম্মের নামান্তর বৈষ্ণবধৰ্ম্ম 8S) সঙ্গে আমার ভজনাদি অত্যন্ত খৰ্ব্ব হঠয়াছে। শ্ৰীকৃষ্ণচৈতন্তদাসদিগের মধ্যে আমি কুলাঙ্গার । ছোট হরিদাসের দণ্ড হওয়ার পব, আমিই এক দণ্ডযোগ্য ব্যাক্ত হইয়া উঠিয়াছ । শ্ৰীগোক্রমস্থ বাবাজীগণ কৃপা করিয়া আজও আমাকে দণ্ড করেন নাই, কিন্তু আর শ্রদ্ধ কবেন না । লাহিড়ী মহাশয় ঐ কথা শ্রবণ করিয়া কহিলেন,—মাধবদাস বাবাজী, সাবধান হউন । এই কথা বলিয়া তিনি গৃহমধ্যে প্রবেশ করিলেন। বাবাজীও নিজ গদিতে গিয়া বসিলেন । লাহিড়ী মহাশয়ের নিদ্র। হইল না । মনে মনে কহিলেন, মাধবদাস বাবাজী ত’ বাস্তাশা হইয়া অধঃপথে গেলেন । আমার এখানে থাকা উচিত হয় না, কেননা, সঙ্গদোষ না হইলেও বিশেষ নিন্দ হইবে । শুদ্ধবৈষ্ণবগণ শ্রদ্ধাসহকারে আর আমাকে শিক্ষা দিবেন না। প্রাতঃকালেই তিনি প্রত্যুম্নকুঞ্জে আসিয়া শ্রীবৈষ্ণবদাসকে যথাবিধি অভিবাদনপুরঃসর ঐ কুঞ্জে থাকিবার জন্য একটু স্থান চাহিলেন । বৈষ্ণবদাস পরমহংস বাবাজা মহাশয়কে সে কথা জানাইলে তিনি কুঞ্জের একপাশ্বে একট কুটীরে তাহাকে রাখিবার আদেশ করিলেন । তদবধি লাহিড়ী মহাশয় ঐ কুটীরে থাকেন ও নিকটস্থ কোন ব্রাহ্মণবাটতে প্রসাদ পাইবার ব্যবস্থা করিলেন । চতুর্থ অধ্যায় নিত্যপ্রস্তোৱ লণমাস্তৱ বৈষ্ণৱৰথৰ্ম্ম লাহিড়ী মহাশয়ের সর্পভয় নিবারণ—মবণচিন্তায় কালক্ষেপ না করিয়া হরিভজন করা উচিত—বৈষ্ণবকে সকল জীবই অনুরাগ করেন—শুদ্ধবৈষ্ণবধর্ম ও বিন্ধবৈষ্ণবধৰ্ম্ম-কৰ্ম্মবিন্ধ ও জ্ঞানবিন্ধ ভেদে দুইপ্রকার—প্রকৃত বৈষ্ণবধর্শ্ব শুদ্ধ—ব্রহ্ম ও পরমাত্মা নৈমিত্তিক ধর্শ্বের বিষয়—ভগবান ভক্তিদ্বারা নিত্যধৰ্ম্মে উপাসিত—শুদ্ধবৈষ্ণবধৰ্ম্মে সম্বন্ধ, অভিধেয় ও
পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৭১
অবয়ব