পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2.8 মধ্যমথং ততীয় অধ্যায় আরম্ভ। জয়২ সৰ্ব্ব প্রাণনাথ বিশ্বম্ভর 1 জয় নিত্যানন্দ গদাধরের ঈশ্বর ৷ জয়হ অদ্বৈ তাদি ভক্তের অধীন । ভক্তি দান দেহ প্রভু উদ্ধারহ দীন ৷ এইমত নবদ্বীপে প্রভু বিশ্বস্তর। ভক্তি মুখে ভালে লই সৰ্ব্ব পরিকর। প্রাণ হেন সকল সেবক আপনার । কৃষ্ণ বলি কান্দে গলাধরিয়া সভার ॥ দেখিয়া প্রভুর প্রেম সৰ্ব্ব দাস গণ। চতুৰ্দ্দিগে প্ৰভু ৰেড়ি করয়ে ক্ৰন্দন। আছুক দাসের কার্য্য সে প্রেম দে খিতে। শুষ্ককাষ্ট পাষাণ মিলায় যে ভূমিতে। ছাড়ি ধন পুত্র গৃহ সৰ্ব্ব ভক্তগণ। অহনিশি প্রভু সঙ্গে করেন কীৰ্ত্তন ৷ হইলেম গৌরচন্দ্র কৃষ্ণ ভক্তিময়। যখন যেৰূপ দেখে সেইমত হয়। দাস্তভাবে যবে প্রভু করয়ে রোদন ৷ হইল প্রভুর দুই গঙ্গ। আগমন ॥ মবে ছাসে তবে প্রভু প্রহরেক হাসে । মুষ্ঠিত হইলে প্ৰ হরেক নাহি শ্বাসে। ক্ষণে হয় স্বানুভাৰ দম্ভকরি বৈসে । মুঞি সেই২ বলি বলি হাসে । কোথাগেল নাটবুড়া যে আনিল মোরে। বিলাইমু ভক্তিরস প্রতি ঘরে ঘরে । সেইক্ষণে কৃষ্ণরে বাপরে বলি কান্দে । আপনার কেশ আপনার পায়ে বান্ধে। অত্রর জানের শ্লোক পড়িয়া পড়িয়া। ক্ষণে পড়ে পৃথিবীতে দণ্ডবং হঞা হইলেন মহাপ্ৰভু যেহেন অত্রর। সেইমতে কথা কহে বাহ গেল দূর । মথুরায়ে চল নন্দ রামকৃষ্ণ লঞা। ধনুৰ্ম্ময় মহা মহোৎসব দেখি গিয়া ৷ এইমত নানাভাবে নানা কথা কয়। দেখিয় বৈষ্ণবসব আনন্দে ভাসয় ॥ একদিন বরাহ ভাবের শ্লোক শুনি। গজ্জিয় মুরারি ঘরে চলিল। আপনি ৷ অন্তরে মুরারি গুপ্ত প্রতি বড় প্রেম । হনুমান প্রতি প্ৰভু রামচন্দ্ৰ যেন। মুরারির ঘরে গেল। ঐশচীনন্দন। সংভমে করিল গুপ্ত চরণ বন্দন ॥ শূকর২ বলি প্রভু ঘরে যায়। স্তম্ভিত মুরারি গুপ্ত এইমত চায়। বিষ গৃহে প্রবিষ্ট হইল বিশ্বস্তর। সম্মুখে দেখেন জল ভাজন সুন্দর। বরাহ আকার প্রভু হৈলা সেইক্ষণে। স্বাক্ষ্মভাবে মহাপ্রভু তুলিলা দশনে গজ্জে যজ্ঞ বরাহ প্রকাশে খুরচারি। প্ৰভু বোলে মোর স্তুতি বলহ মুরারি। স্তৰহৈল মুরারি অপূৰ্ব্ব দরশনে। কি বলিব মুয়ারি ন! আ ইসে বদনে ॥ প্রভু বোলে বোল বোল কিছু ভয় নাঞি এতদিন না জানিস মুঞি এই ঠাঞি । কান্দিয়া মুরারি কহে করিয়া বিনতি ভূমিসে জানহ প্ৰভু তোমার যে স্তুতি। অনন্ত ব্ৰহ্মাও যার এক ফণে ধরেঞ্জ বদন হইয়াণ্ড স্তুতি করে। তবু নাহি পায় অস্তু সেই প্রভু কহে। মোমার শুবেতে আর কে সমর্থ হয়ে ৷ যে বেদের মত করে সকল সংসার ৷ সেই বেদে সৰ্ব্বতত্ত্ব না জানে