বিষয়বস্তুতে চলুন

পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । N○ ইহ না কহিবা কতু। না আইলা আচাৰ্য্য তুমি বলিবা বচন। দেখে প্ৰভু মো রে তবে কি করে তখন ॥ গুপ্তে থাকেঁ মুঞি নন্দন আচার্য্যের ঘরে । না আইল বলি তুমি কহিবা গোচরে ॥ সভার হৃদয়ে বৈসে প্রভু বিশ্বম্ভর। অদ্বৈত সঙ্কল্প চিত্তে হইল গোচর। আচার্য্যের আগমন জানিয় আপনে। ঠাকুর পণ্ডিত গৃহে চ লিলা তখনে ॥ প্রায় যত চৈতন্যের নিজ ভক্তগণ। প্রভুর ইচ্ছায় সব মিলিল৷ তখন ৷ আবেশিত চিত্ত প্রভুর সভেই বুঝিয়া । সশঙ্কে আছেন সভে নিরব হইয়া ॥ হঙ্কার করিয়া প্ৰভু ত্ৰিদশের রায়। উঠিয়া বসিলা প্ৰভু বিষ্ণুর খট্টায়। নাচ আই সে নাঢ়া আইসে বোলে বার বার। নাঢ় চাহে মোর ঠাকুরালি দেখিবার ॥ নি ত্যানন্দ জানে সব প্রভুর ঈঙ্গীত। বুঝিয়া মস্তকে ছত্র ধরিল ত্বরিত ॥ গদাধর বুঝি দেই কপূর তাফুল। সৰ্ব্বজনে করে সেবা যেন অনুকুল ৷ কেহো পঢ়ে স্থতি কেহো কোন সেবাকরে। হেনই সময়ে আলি রামাই গোচরে ৷ নাহি কহিতেই প্রভু বোলে রামাইরে। মোরে পরীক্ষিতে নাঢ় পাঠাইল তোরে । নাট। আইসে বলি প্রভু মন্তক দুয়ায়। জানিয়াও নাঢ়া মোরে চালয়ে সদায়। এথাই রহি লা নন্দন আচার্য্যের ঘরে মোরে পরীক্ষিতে নাঢ় পাঠাইল তোরে। আনগিয়া শীঘ তুমি এখাই তাহানে। প্রসন্ন ঐমুখ আমি বলিল আপনে ॥ আনন্দে চলিলা পুনঃ রামাই পণ্ডিত। সকল অদ্বৈত স্থানে কহিল বিদিত ॥ শুনিয়া আন্দে ভাষে অ দ্বৈত আচাৰ্য্য। আইলা প্রভুর স্থানে সিদ্ধ হৈল কাৰ্য্য। দুরে হৈতে দণ্ডবৎ করি তে২ । সস্ত্রীকে আইসে স্তব পঢ়িতেই ॥ পাইয়া নির্ভয় পদ হইলা সম্মুখে । নি খিল ব্রহ্মাণ্ড অপৰূপ ৰূপ দেখে ॥ দেখেন কন্দৰ্পকোটি লাবণ্য সুন্দর। জ্যোতি স্ময়কনক সকল কলেবর ॥ প্রসন্ন বদনকোটি চন্দ্রের ঠাকুর। তাদ্বৈতের প্রতি যেন সদয় প্রচুর । দুইবাহু কোটি কনকের স্তম্ভ যিনি । তথিরত্ব আভরণ রত্বের খিচনি ৷ ঐবৎস কৌস্তুভ মহামণি শোভে বক্ষে । মকর কুগুল বৈজয়ন্তীর মালা দেখে । কোটি মহাসুর্য্য যিনি তেজনাহি অন্ত । পাদ পদ্মে রমাছত্র ধরয়ে অনন্ত ॥ কিবা নথ কবামণি নাপারি চিনিতে। ত্ৰ ভঙ্গে বাজায় বাশী হাসিতে হাসিতে ॥ কিবা প্ৰভু কিবাগণ কিবা অলঙ্কার। জ্যোতিৰ্ম্ময় বহি কিছু নাছি দেখে আর ॥ দেখে পড়ি য়াছে চারিপঞ্চ ছয়মুখ। মহাভয়ে স্তুতি করে নারদাদি শুক। মকর বাহন রথ এক বরাঙ্গনা। দণ্ড পরণামে আছে যেন গঙ্গাসম৷ ৷ তবে দেখে স্তুতি করে সহস্ৰ বদ ন। চারিদিগে দেখে জ্যোতিৰ্ম্ময় দেবগণ ॥ উলটিয়া চাহে নিজ চরণের তলে । সহস্র২ দেব পড়ি ক্লষ্ণ বলে। যেপূজার সময়ে যেদেব পূজাকরে। তাহদেখে চারিদিগে চরণের তলে ॥ দেখিয় সম্ভমে দণ্ড পরণাম ছাড়ি। উঠিল। অদ্বৈত অদভুত দেখি বড়ি। দেখে সপ্ত ফণাধর মহা নাগগণ । উদ্ধবাহু স্তুতিকরে তুলিসব ফণ। অন্তরীক্ষে পরিপূর্ণ দেখে দিব্যরথ। গজহংস অশ্বে নিরোধিল বায়ুপথ ॥ কো