বিষয়বস্তুতে চলুন

পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>82. মধ্যমখণ্ড নীর, কহে চারিদিগে চায় ৷ কে বুঝে সে তত্ত্ব অচিন্ত্য মহত্ত্ব, সেইক্ষণে কহে আন। দন্তে তৃণ ধরি প্রভুং বলি, মাগয়ে ভকতি দান। যখন ষে করে, গৌরাঙ্গ সুন্দরে, সৰ মনোহর লীলা। আপন বদনে, আপন চরণে, অঙ্গুলি ধরিয়া খেল বৈকুণ্ঠ ঈশ্বর, প্রভু বিশ্বম্ভর, সব নবদ্বীপে নাচে। শ্বেতদ্বীপ নাম, নবদ্বীপ গ্রাম বেদে প্রকাশিব পাছে । মন্দির, মৃদঙ্গ, শঙ্খ করতাল, না জানি কতেক বাজে মহা হরিধনি, চতুর্দিগে শুনি, মাঝে শোভে দ্বিজরাঙ্গে ৷ জয়২ জয়, নগর কীৰ্ত্তন, জয় বিশ্বম্ভর নৃত্য। বিংশতি পদগীতং চৈতন্য চরিত, জয় চৈতন্যের ভূত্য ৷ যেই দিগে চাহে, প্রভু বিশ্বম্ভর, সেই দিগে প্রেমেভাসে। শ্ৰীকৃষ্ণ চৈতন্য ঠাকুর নিত্যানন্দ, গায় বৃন্দাবন দাসে ॥ ২• শিৰ২ শিব ৰলি নাচে বিশ্বম্ভর । অতিসে মঙ্গল শিব শিবোচ্চারণ ॥ ধ্রু ॥ হেন মহা রঙ্গে প্রতি নগরে নগর কীৰ্ত্তন করেন সৰ্ব্বলোকের ঈশ্বর । অবিচ্ছিন্ন হরি স্বনি সৰ্ব্বলোকে করে। ব্ৰহ্মাণ্ড ভেদিয়া ধনি যায় বৈকুণ্ঠেরে। শুনিয়া বৈকুণ্ঠ নাথ প্রভু বিশ্বম্ভর সন্তোষে পূর্ণিত সব হয় কলেবর । পুনঃ পুন বোল বল বলে বিশ্বস্তর উল্লাসে উঠয়ে প্রভু আকাশ উপর ৷ মত্ত সিংহ জিনি একো তরঙ্গ প্রভুর। দেখিতে সভার হর্ষ বাড়য়ে প্রচুর । গঙ্গাতীরে তীরে পথ আছে নদীয়ায় আগে সেই পথে নাচি যায় গেীর রায়। আপনার ঘাটে আগে বহু নৃত্য করি। তবে মাধাইর ঘাটে গেলা গৌরহরি ॥ বারোকো না ঘাটে নগরিয়া ঘাটে গিয়া । গঙ্গার মগরদিয়া গেল সিমলিয়া ৷ লক্ষকোটি মহাদীপ চতু দিগে জলে। লক্ষকোটি লোক চতুদিগে হরি বোলে। চন্দ্রের আলোকে অতি অপূৰ্ব্ব দেখিতে। দিবানিশি এক কেহো নারে নিশ্চইতে ॥ সকল দুয়ার শোভ করে স্বমঙ্গলে। রন্তাপূর্ণ ঘট আমসার দীপজলে। অন্তরীক্ষে থাকি যত শুদ্ধ দেবগণ। চম্পক মল্লিকা পুষ্প করে বরিষণ। পুষ্পবৃষ্টি হৈল নবদ্বীপ বসুমতি পুষ্পরসে জিহারসে করিল উন্নতি ॥ স্বকুমার পদায় জ প্রভুর জানিয়া। জিহর প্রকাশিলা দেৰী পুষ্পৰূপ হজ্ঞা । আগে নাচে অদ্বৈত শ্ৰীষসি হরিদাস । পাছে নাচে গৌরচন্দ্র সকল প্রকাশ ॥ যে নগরে প্রবেশ করয়ে গৌররায় । গৃহ বিত্ত পরিহার শুনি লোক ধায় ॥ দেখিয়া সে চন্দ্রমুখ জগত জীবন। দণ্ড বৎ হইয়া পড়য়ে সৰ্ব্বজন ॥ নারীগণ হলাহলী দিয়া বোলে হরি। স্বামি পুত্র গৃহ বিত্ত সকল পাসরি। অৰ্ব্ব দ২ সে নগর নদীয়ার। শ্ৰীকৃষ্ণের উন্মাদ হইল সভা কার। কেহে নাচে কেহো গায় কেহো বলে হরি। কেহে গড়াগড়ী যায় আপন পাসরি ॥ কেহো কেহো নানামত বাদ্য বাজায় মুখে । কেহে কারে কান্ধে উঠে পরানন্দ সুখে ৷ কেহো কার চরণ ধরিয়া পড়ি কাদে । কেহো কারে চরণ আপন কেশে বান্ধে ॥ কেহে , দণ্ডবৎ হয় কাহার