বিষয়বস্তুতে চলুন

পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e অস্তখণ্ড দ্বিতীয় অধ্যায় ॥ " -e জয়২ জয় গৌরচন্দ্র সর্বপ্রাণ। জয় দুষ্টক্ষয়ঙ্কর জয় বিষ্ণুত্রাণ ॥ জয় শেষরম। অঙ্গভবের ঈশ্বর। জয় কৃপাসিন্ধু দীনবন্ধু ন্যাসিবর। ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয় । শুনিলে চৈতন্যকথা ভক্তি লভ্য হয়। হেন মতে শ্ৰীগৌরাঙ্গ সুন্দর শান্তিপুরে। করিলা অশেষ রঙ্গ অদ্বৈতের ঘরে ৷ বহুবিধ অশেষ রহস্য কথারঙ্গে সুখে গোঙাইলা রাত্রি ভক্তগণ সঙ্গে । পোহাইল নিশা প্রভু করি নিজ কৃত্য বসিলেন চতুৰ্দ্দিগে বেড়ি সব ভৃত্য । প্রভু বলে আমি চলিলাম নীলাচলে। কিছু ংখ না ভাবিহ তোমরা সকলে । নীলাচলচন্দ্ৰ দেখি আমি পুনৰ্ব্বার। আসি য়া হইব সঙ্গ তোমরা সভার ॥ সভে গিয়া মুখে গৃহে করহ কীৰ্ত্তন। জন্ম২ তুমি সব আমার জীবন ॥ ভক্তগণ বলে প্ৰভু যে তোমার ইচ্ছ। কার শক্তি তাহা করিবারে পারে মিথ্যা । তথাপিহ হইয়াছে ছঘাট সময়। সে রাজ্যে এ রাজ্যে কেহ পথ নাহি বয় । দুই রাজায় হইয়াছে অত্যন্ত বিবাদ। মহা দস্থ্য স্থানে২ পরম প্রমাদ ॥ যাবৎ উৎপাত নাহি উপশম হয়। তাবৎ বিশ্রাম কর যদি চিত্তে লয় ৷ প্ৰভু বলে যে সে কেনে উৎপাত না হয়। অবশ্ব চলিব মুঞি কহিনু নি শ্চয় । বুঝলেন অদ্বৈত প্রভুর চিত্তবিত্ত। চলিবেন নীলাচলে না হল বিবৰ্ত্ত ষোড়হন্তে সত্য কথা নাগিলা কহিতে । কে পারে তোমার পথ বিরোধ করিতে সৰ্ব্ব বিস্ত্ৰ কিঙ্করের কিঙ্কর তোমার । তোমারে করিতে বিঘ্ন শক্তি আছে কার যখনে করিয়াছ চিত্ত নীলাচলে। তখনে চলিবা প্ৰভু মহা কুতুহলে ৷ শুনিয়া অদ্বৈত বাক্য প্রভু মুখী হৈল। পরম সন্তোষে হরি বলিতে লাগিলা। সেই ক্ষণে মহাপ্রভু মত্ত সিংহগতি । চলিলেন শুভ করি নীলাচল প্রতি ॥ ধাইয়। চলিলা পাছে সব ভক্তগণ। কেহ নাহি পারে সম্বরিবারে ক্ৰন্দন। কথোদুরে গিয়া প্রভু শ্ৰীগেীর সুন্দর। সভা প্রবোধেন বলি মধুর উত্তর ॥ চিত্তে কেহ কোন কিছু না ভাবিহ ব্যথা । তোমাসভা আমি নাহি ছাড়িব সৰ্ব্বথা । কৃষ্ণনাম সভে লহ গিয়া বসি ঘরে। . আমিহ আসিব দিন কথোক ভিতরে । এতবলি মহাপ্ৰভু সূৰ্ব্ব বৈষ্ণবেরে। প্রত্যেকে২ ধরি আলিঙ্গন করে। প্রভুর নয়ন জলে সৰ্ব্বভক্তগণ । সিঞ্চিত হইয়া অঙ্গ করেন ক্ৰন্দন ৷ এইমত নানাৰূপে সভা প্ৰবোধিয়া। চলিলেন প্রভু দক্ষিণভিমুখ হঞা । কান্দিতই সব প্রিয় ভক্তগণ। উঠেন পড়েন পৃথিবীতে অনুক্ষণ। যেন গোপীগণ কৃষ্ণ মখুর চলিলে ডুবিলেন মহাশোক সমুদ্রের জলে । যে ৰূপে রহিল তাহা সভার জীবন। সেই ।