বিষয়বস্তুতে চলুন

পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SS ভাগবত পূজিলে কৃষ্ণের পূজা হয়। ভাগবত পঠন শ্রবণ ভক্তিময় ৷ দুইস্থানে ভাগবত নাম শুনি মাত্র। গ্রন্থ ভাগবত আর ক্লষ্ণ রূপ পাত্র। নিত্য পূজে পড়ে শুনে চাহে ভাগবত। সত্যং সে হইবেক সেই মত হেন ভাগবত কোন দুস্কৃতি পড়িয়া । নিত্যানন্দ নিন্দাকরে তত্ত্ব না জানিয়া ॥ ভাগবত রস নিতানন্দ মূৰ্ত্তিমন্ত। ইহা জানে যে হয় পরম ভাগ্যবন্ত ॥ নিরবধি নিত্যানন্দ সহস্র বদনে ভাগবত অর্থ সে গায়েন অনুক্ষণে ॥ আপনেই নিত্যনিন্দ অনন্ত যদ্যপি । তথ। পিও পার নাহি পায়েন অদ্যাপি ॥ হেন ভাগবত যেন অনন্তের পার। ইহাতে কহিল সব ভক্তিরস সার ॥ দেবানন্দ পণ্ডিতের লক্ষে সভাকারে । ভাগবত অর্থ বুঝাইলেন ঈশ্বরে। এইমত যে যত আইসে জিজ্ঞাসিতে। সভারেই প্রতি কার কহেন সুরীতে। কুলিয়া গ্রামেতে আসি ঐকৃষ্ণচৈতন্য। হেন নাহি যারে প্রভু না করিলা ধন্য ! সৰ্ব্বলোক সুখী হৈলা প্রভুরে দেখিয়া । পুনঃপুন দেখে সভে নয়ন ভরিয়া। মনোরথ পূর্ণ করি দেখে সৰ্ব্বলোকে আনন্দে ভাসয়ে পাসরিয়া দুঃখ শোকে ৷ এসব বিলাস যে শুনয়ে হৰ্ষমনে । ত্রচৈতন্য সঙ্গ পায় সেই সব জনে ॥ যথ তথা জন্মক সভার শ্রেষ্ঠ হয় । কৃষ্ণ,যশ শুনিলে কখন মন্দনয় ॥ ঐক্লষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাদ জান। বৃন্দাবন দাস তছু পদযুগে গান ইতি শেষখণ্ডে তুতীয়োহধ্যায়ঃ ৩ ॥ * ॥ চতুর্থ অধ্যায়। জয়২ জয় কৃপাসিন্ধু গৌরচন্দ্র। জয়২ সকল “মঙ্গল পদদ্বন্দ ৷ জয়২ শ্ৰীকৃষ্ণ চৈতন্য ন্যাসীরাজ। জয়২ চৈতন্যের শ্ৰীভক্ত সমাজ। হেনমতে প্ৰভু সৰ্ব্ব জীব উদ্ধারিয়া । মথুরায় চলিলেন ভক্ত গোষ্ঠী লএগ। গঙ্গাতীরে তীরে প্রভু চলিলেন পথে। স্নান পানে পূরাণ গঙ্গার মনোরথে। গৌড়ের নিকটে গঙ্গাতীরে এক গ্রাম । ব্রহ্মাণ সমাজ তার রাম কেলি নাম ॥ দিন চারি পাঁচ প্রভু সেই পুণ্য স্থানে। আসিয়া রহিলা যেন কেহ নাহি জানে। স্বৰ্য্যের উদয় কি কখন গোপ্য হয় । সৰ্ব্বলোক শুনিলেক চৈতন্য বিজয় ॥ সৰ্ব্বলোক দেখিতে আইসে হর্ষ মনে । স্ত্রীবালক বৃদ্ধআদি সজ্জন দুজনে ॥ নিরবধি প্রভুর আবেশ ময় অঙ্গ । প্রেম ভক্তি বিনা অরিনাহি কোন রঙ্গ ॥ হুঙ্কার গজ্জনকম্প পুলক ক্রন্দন । নিরন্তর আছাড় পাড়েন যনে ঘন ॥ নিরবধি ভক্তগণ করেন কীৰ্ত্তন তিলাদ্ধেক অন্য কৰ্ম্ম নাহি কোনক্ষণ ॥ হেন সে ক্ৰন্দন প্রভু করেন ডাকিয়। লোক শুনে ক্রোশেকের পথেত থাকিয়া ॥ 15 যদ্যপিও ভক্তি রসে অজ্ঞ সৰ্ব্বলোক