বিষয়বস্তুতে চলুন

পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@ り 5 S যত নৃত্য করিলেন তাঁর অস্তনাঞি নাচিলেন অনেক ঠাকুর হরিদাস। সতেই নাচেন অতি পাইয়া উল্লাস ॥ মহাপ্রভু শ্ৰীগৌরসুন্দর সর্বশেষে। মৃত্যকরিলেন অতি অশেষ বিশেষে ॥ সৰ্ব্ব পারিষদ প্রভু আগে নাচাইয়। শেষে নৃত্য করেন আপনে সভা লঞ। মণ্ডলী করিয়া নাচে সৰ্ব্বভক্তগণ মধ্যে নাচে মহাপ্ৰভু শ্ৰীশচী নন্দন ॥ এইমত সর্বদিন নাচিয়া গাইয়া। রছিলেন মহাপ্রভু সভারে লইয়। তবে শেষে আজ্ঞা মাগি অদ্বৈত আচাৰ্য্য। ভোজমের করিতে লাগিল৷ সৰ্ব্ব কার্য্য বসিলেন মহাপ্রভু করিতে ভোজন | মধ্যে প্ৰভু চতুর্দিগে সৰ্ব্বভক্তগণ ॥ চতু দিগে ভক্তগণ যেন তারাময় | মধ্যে কোটিচন্দ্ৰ যেন প্রভুর উদয় ॥ দিব্য অন্ন বহুবিধ পিষ্টক ব্যঞ্জন। মাধবেন্দ্র আরাধন আইর রন্ধন। মাধব পুরীর কথা কহিয়া । ভোজন করেন প্রভু সৰ্ব্ব ভক্ত লঞা । প্রভু বলে মাধবেন্দ্র আরাধনা তিথী । ভক্তি হয় গোবিন্দে ভোজন কৈলে ইতি ॥ এইমত রঙ্গে প্রভু করিয়া ভোজন। বসিলেন গিয়া প্রভু করি আচমন। তবে দিব্য সুগন্ধি চন্দন দিব্য মালা। প্রভুর সমুখে আনি অদ্বৈত খুইলা । তবে প্রভু নিত্যানন্দ স্বকপেরে আগে। দিলেন চন্দন মালা মহা অনুরাগে ৷ তবে প্রভু সৰ্ব্ব বৈষ্ণ বেরে জনে২ । গ্ৰহস্তে চন্দন মালা দিলেন অপিনে ॥ শ্ৰহস্তের প্রসাদ পাইয়৷ ভক্তগণ সভার হইল পরনিন্দময় মন ॥ উচ্চ করি সভেই করেন হরিধনি ৷ কি বা সে আনন্দ হৈল কহিতে না জানি ॥ অদ্বৈতের যে আনন্দ অন্ত নাহি তার আপনে বৈকুণ্ঠনাথ গৃহমধ্যে যার। এসকল রঙ্গ প্রভু করিলেন যত। মনুষ্যের শক্তি ইহা বর্ণিবেক কত ॥ এক দিবসের যত চৈতন্য বিহার । কোটিবৎসরেও কেহ নারে বর্ণিবার। পক্ষি যেন আকাশের অন্ত নাহি পায়। যত দূর শক্তি তত দুর উড়ি যায় ৷ এইমত চৈতন্য যশের অন্তনাঞি । তিহে। যত শক্তি দেন তত সভে গাই । কাষ্ঠের পুতলী যেন কুহকে নাচায় । এষ্টমত গৌরচন্দ্র মোরে যে বোলায় ৷ এসব কথার অনুক্রম নাহি জানি । যেতে মতে চৈতন্যের যশ সে বাখানি । সৰ্ব্ব বৈষ্ণবের পীয়ে মোর নমস্কার। ইথে অপরাধ কিছু নাহউ আমার। এসকল পুণ্য কথা যে করে শ্রবণ। যেবা পড়ে তারে মিলে কৃষ্ণ প্রেম ধন। ঐকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাদ জান। বৃন্দাবন সসি তছু পদযুগে গান ইতি শেষখণ্ডে চতুর্থোইধ্যায়ঃ * ॥ ৪ ৷ পঞ্চম অধ্যায় ॥ জয়ং শ্ৰীগের স্বন্দর সর্ব গুরু। জয়হ ভক্তজন বাঞ্ছাক-পতরু ৷ জয়২ ন্যাসী মণি ঐবৈকুণ্ঠ নাথ ! জীবপ্রতি কর প্রভু শুভ দৃষ্টিপাত ॥ ভক্ত গোষ্ঠী সহিতে