বিষয়বস্তুতে চলুন

পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত >తి আর । তার লাগি করিলেন চরণ প্রহার স্বষ্টিকৰ্ত্ত ভৃগুদেব যার অনুগ্রহে কি সাহসে চরণ দিলেন সে হৃদয়ে ॥ অবোধ অগম্য অধিকারির ব্যভার । ইক্তা বই সিদ্ধান্ত না দেখি কিছু আর ॥ মুলে ক্লষ্ণ প্রবেশি ভৃগুর হৃদয়েতে। কর। ইলা ভক্তির মহিমা প্রকাশিতে ॥ জ্ঞানপূর্ব ভূগুর একৰ্ম্ম কভো নয়। কৃষ্ণ ব 1ড় য়েন অধিকারী ভক্ত জয় ॥ বিরিঞ্চি শঙ্করো বাড়াইতে কৃষ্ণ জয় ৷ ভূগুরে হইল৷ ক্রুদ্ধ দেখাইয়া ভয়। ভক্ত সব যেন গায় মৃত্য কৃষ্ণ জয় । কৃষ্ণ বাড়ায়েন ভক্ত জয় অতিশয় । অধিকারি বৈষ্ণবের না বুঝি ব্যভার। যে জন নিন্দয়ে তার নাহিক নিস্তার ॥ অধম জনের যে আচার যেন ধৰ্ম্ম । অধিকারী বৈষ্ণবেও করে সেই কৰ্ম্ম ৷ কৃষ্ণ রূপায় সে ইহা জানিবারে পারে। এসব সঙ্কটে কেহ মরে কেহ তরে ॥ সবে ইথি দেখি এক মহা প্রতিকার । সভার করিব স্তুতি বিনয় ব্যভার ॥ যোগ্য হই লইবেক কৃষ্ণের শরণ। সাবধানে শুনিবেক মহান্ত বচন । তবে কৃষ্ণ তারে দেন হেন দিব্যমতি । সৰ্ব্বত্র নিস্তার পায় না ঠেকয়ে কথি। ভক্তি করি যে শুনে চৈতন্য অবতার। সেই সব জন সুখে পাইব নিস্তার ৷ খ্ৰীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ জান। বৃন্দাবন দাস তছু পদযুগে গান। ইতি শেষ খণ্ডে সপ্তমোহ ধ্যায় ॥ ৫ ॥ ৭ n * ॥ অষ্টম অধ্যায় । জয়২ গৌরচন্দ্র ঐ বৎসলাঞ্ছন। জয় শচী রত্নগৰ্ত্ত ধৰ্ম্ম সনাতন ॥ জয় সংকী র্তন প্রিয় গৌরাঙ্গ গোপাল। জয় শিষ্ট জন প্রিয় জয় দুষ্টকাল ॥ ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয় ! শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয় । হেনমতে বৈকুণ্ঠ নায়ক ন্যাসী রূপে। বিহরেণ ভক্তগোষ্ঠী লইয়া কৌতুকে ॥ এক দিন বসিয়৷ আছেন প্রভু সুখে। হেনকালে শ্ৰীঅদ্বৈত আইলা সম্মুখে। বসিলেন অদ্বৈত প্রভুরে নমস্কার। হাসি অদ্বৈতেরে জিজ্ঞাসেন গৌরহরি। সন্তোষে বলেন প্রভু কহত আচাৰ্য্য। কোথাহৈতে আইলা করিলা কোন কাৰ্য্য। অদ্বৈত বলেন দেখিলাম জগন্নাথ। তবে আইলাম এই তোমার সাক্ষাত ॥ প্রভু বলে জগন্নাথ শ্রমুখ দেখির। তবে আর কি করিলা কহ দেখি তাহা ॥ অদ্বৈত বলেন আগে দেখি জগন্নাথ তবে করিলাম প্রদক্ষিণ পাঁচ সাত ॥ প্রদক্ষিণ শুনি প্রভু হাসিতে লাগিল। হাসি প্রভু বলে তুমি হারিল হারিলা । আচার্য বলেন কি সামিগ্ৰী হারিবারে । লক্ষণ দেখাহ তবে জিনিহ আমারে। প্রভু বলে শুনহ সামগ্ৰী হারিবার। তুমিযে Ꮦ t