বিষয়বস্তুতে চলুন

পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত ! . No No) মাত । কিবা মুখ কি পণ্ডিত যাহার যেখানে। কন্যা লিখিয়াছে কৃষ্ণ সে হৈবে আপনে। কুল বিদ্যা আদি উপলক্ষণ সকল। সভারে পোষয়ে কৃষ্ণ কৃষ্ণ সৰ্ব্ব বল ॥ সাক্ষাতেই এই কেনে না দেখ আমাত । পড়িয়াও আমার ঘরেতে নাহি ভাত ॥ ভাল মতে বর্ণ উচ্চারিতে যেবা নারে । সহস পণ্ডিত গিয়া দেখ তার দ্বারে । অতএব বিদ্যা আদি না করে পোষণ । কৃষ্ণ সে সভার করে পোযণ পা লন । * ॥ তথাহি ॥ আনয়াসেন মরণং বিন দৈনোন জীবনং । অনারাধিত গে। বিন্দচরণস্য কথং ভবেৎ ! * । অনায়াসে মরণ জীবন দুঃখ বিনে। কৃষ্ণ সেবি লে সে হয় নহে বিদ্যা ধনে কৃষ্ণ রূপাবিনে নহে দুঃখের মোচন। থাকিলে বা বিদ, কুল কোটি কোটি ধন । যার গৃহে আছিয়ে সকল উপভোগ। তারে কৃষ্ণ দি য়াছেন কোন এক রোগ ॥ কিছু বিলসিতে নারে দুঃখে পুড়ি মরে । যার নাহি তাহাঁহৈতে দু:খি বলি তারে । এতেকে সে জানিহ থাকিলে কিছু নয়। যারে যেন কৃষ্ণ আজ্ঞা সেই সত্য হয়। এতেকে না কর চিন্ত পুত্র প্রতি তুমি । কৃষ্ণ পুষিবেন পুত্ৰ কহিলাম আমি ॥ যাবৎ শরীরে প্রাণ আছয়ে আমার । তাবত তিলেক চিন্ত নাহিক উহার ॥ আমার সভারে কৃষ্ণ আছেন রক্ষিতা । কিবা চিন্তা তুমি যার মাতা পতিব্ৰতা ৷ পড়িয়া নাহিক কার্য বলিল তোমারে । মুখহউ পুত্ৰ মোর রহু মাত্র ঘরে। এত বলি পুত্রেরে ডাকিল বিপ্রবর। পুত্রে বোলে শুন বাপ আমার উত্তর ॥ আজিহৈতে আর পাঠ নাহিক তোমার। ইহাতে অ ন্যথা কর শপথ আমার ॥ যে তোমার ইচ্ছ। বাপ তাহ দিব আমি । গৃহে বসি পরম মঙ্গলে থাক তুমি ৷ এত বলি মিশ্র চলিলেন কার্যfiস্তর। পড়িতে না পায় প্রভু চিন্তয়ে অন্তর নিত্য ধৰ্ম্ম সনাতন শ্ৰীগৌরাঙ্গ রায় । না লংঘে জনক বাক্য প ড়িতে না যায়। অন্তরে দুঃখিত প্রভু বিদ্যারস ভঙ্গে। পুন প্রভু উদ্ধত হইল৷ শিশুসঙ্গে। কিব। নিজ ঘরে প্রভু কিবা পর ঘরে । যাহা পায় তাহা ভাঙ্গে অপ চয় করে ৷ নিশা হইলেও প্রভু না আইসে ঘরে। সৰ্ব্বরাত্রি শিশুসঙ্গে নানা ক্রীড়া করে । কম্বলে ঢাকিয়া অঙ্গ দুই শিশু মেলি। বৃষ প্রায় হইয়া চলয়ে কুতূহলী ৷ বার বাড়ি কলাবন দেখি থাকে দিনে । রাত্ৰি হৈলে বৃঘ হৈয়! ভাঙ্গয়ে আপনে ॥ গরু জ্ঞানে গৃহস্থ করয়ে হায় হায় । জাগিলে গৃহস্থ শিশু সংহতি পলায় ৷ কারে ঘরে দ্বারদিয়া বান্ধয়ে বাহিরে। লগুীগুৰ্ব্বি গৃহস্থ করিতে নাহি পারে। কেব। iস্কল ছয়রি করয়ে হায়হায়। ডাকিল। গৃহস্থ প্রভু উঠিয়া পালায় ৷ এই মত র। ত্ৰিদিনে ত্ৰিদশের রায়। শিশুগণ সঙ্গে ক্রীড়াকরে সর্বথায় ৷ এতেক চাঞ্চল। করে প্রভু বিশ্বম্ভর । তথাপিও মিশ্র কিছু না করে উত্তর ॥ এক দিন মিশ্র চলি লেন কাৰ্য্যন্তির। পড়িতে ন পায় প্রভু ক্রোধিত অন্তর। বিষ্ণু লৈবেদের যত বর্জ্য হাণ্ডিগণ। বসিলেন প্রভু হাড়ি করিয়া আসন ॥ এবড় নিগুঢ় কথা শুন এক মনে । কৃষ্ণ ভক্তি সিদ্ধ হয় ইহার শ্রবণে ॥ বক্ত হাড়িগণ সব করি সিংহাসন ।