বিষয়বস্তুতে চলুন

পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\වී8 ত্রীচৈতন্যমঙ্গল কাত্যায়নী জনম লভিল মহী-মাঝে । সীত-নাম ধরে লিপ্রকুলের সমাজে ॥ ৬১৪ ॥ অদ্বৈত-ঠাকুর-সঙ্গে একত্রে নিবাস। দোহে মিলি প্রেমভক্তি করে পরকাশ ॥৬১৫৷৷ আমি অল্পবুদ্ধি--কার কিলা তত্ত্ব জানি। অবতার-নির্ণয় বা কেমনে লtখানি ॥ ৬১৬ ॥ মহান্তের মুখে নেই শুনিঞাছি কাণে । তাহাও কহিতে নারি --সঙ্কে চ পরাণে ॥৬১৭৷৷ আমার শকতি নাহি করিতে নির্ণয়। নাম লই এইমাত্র র্যার যেই হয় ॥ ৬১৮ ॥ আগে পাছে বিচার না কর কেহ মনে । অক্ষরানুরোপে গ্ৰন্থ নহে অল্প ক্রমে ॥ ৬১৯ lা শচীদেবী জগন্নাথমিশ্র পুরন্দর। আপনে ঠাকুর জন্ম কৈল। যার ঘর ॥৬২০ ॥ গোপীনাথ নাম কাণীমিশ্র ঠাকুর। চৈতন্য-সম্মত-পথে আনন্দ প্রচুর ॥ ৬১১ ॥ পণ্ডিত শ্ৰীগদাধর, গদাধরদাস । মুরারি, মুকুন্দ দত্ত, আর শ্ৰীনিবাস ॥ ৬২২ ॥ রায় রামানন্দ আর লাসুদেব দত্ত । হরিদাস ঠাকুর আর গোবিন্দানুগত ॥ ৬২৩ ॥ ঈশ্বর মাধবপুরী, বিষ্ণুপুরী আর। বক্রেশ্বর, পরমানন্দপুরী শুদ্ধাচার ॥ ৬২৪ ॥ পণ্ডিত জগদানন্দ আর বিষ্ণুপ্রিয়া। রাঘব পণ্ডিত আদি পৃথিবী আসিয়া ॥ ৬২৫ ॥ রামদাস, গৌরীদাস আর ত সুন্দর। কৃষ্ণদাস, পুরুষোত্তম, ঐকমলাকর ॥ ৬২৬৷৷ কালা কৃষ্ণদাস অণর উদ্ধারণ দত্ত। দ্বাদশ গোপাল ত্রজে ইহার মহত্ত্ব ॥ ৬২৭ } পরমেশ্বর দাস অণর বুন্দাবন দাস । কাশীশ্বর, শ্ৰীল রূপ, সনাতন প্রকাশ ॥ ৬২৮ ॥ গোবিন্দ, মাধবঘোষ, পাসুঘোষ জার। সবে মিলি আসি কৈল পুথিবী প্রচার ॥৬১৯৷৷ দণমোদর পণ্ডিত মিলিয়৷ পাচ ভাই। জনম লভিলা পৃথিবীতে একঠাঞি ॥৬৩০ ॥ পুরন্দর পণ্ডিত আর পরমানন্দ বৈদ্য । পৃথিবী আইলা যভ ছিল। অন্ত আছ ॥ ৬৩১ ॥ শ্ৰীনরহরি দণস—ঠাকুর আমার। বিশেষ কহিল কিছু চরিত্র তাহার ॥ ৬৩২ ॥ ভtহার চরিত্র আমি কি কহিতে জানি । আপন বুদ্ধির শক্তি যেই অনুমানি ॥ ৬৩৩ ॥ অভিমান কেহে কিছু না করিহ মনে । প্ৰণতি করিয়ে নিজ গুরুর চরণে ॥ ৬৩৪ স্থা র্যার পদ-পরসাদে আমি হেন ছার। তোমার ঠাকুর গুণ কহো তা সম্ভার ॥ ৬৩৫ ॥ শ্ৰীনরহরি দাস --ঠাকুর আমার। বৈছাকুলে মহাকুল-প্রভাব র্যাহার ॥ ৬৩৬ ॥ অনর্গল কষ্ণপ্রেম – কৃষ্ণময় তনু । অনুগত জনে না বুঝান প্রেম বিনু ॥ ৬৩৭ ॥ তাসস্থ্য জীলেরে দয়া কণভর হৃদয় । কৃষ্ণ-অনুরাগে সদা তাথির তাশয় ॥ ৬৩৮ ॥ রাপণকৃষ্ণরসে তন্তু গঢ়িয়াছে যেন । ভালের উদয় বলি যখন যেমন ॥ ৬৩৯ ॥ ক্ষণে রাধাকৃষ্ণ রসে নিৰ্ম্মল কারিতি । শ্ৰীখণ্ড-ভূখণ্ড মাঝে যার অবস্থিতি ॥ ৬৪০ ॥ নরহরি চৈতন্য বলিয়া প্রভুর খ্যাতি । সে চরণ বিনু মোর আর নাহি গতি ॥ ৬৭১ ॥ ক্ষণে কৃষ্ণ ক্ষণে রণধী ভাবের আবেশে । রাধাকৃষ্ণরস মূৰ্ত্তিমন্ত পরকাশে ॥৬৪২ ॥ -সন্মত পথে সে শুদ্ধ বিচার । অতুল সরস ভাব সব অবতার ॥ ৬৪৩ ॥ সকল বৈষ্ণবে যোগ্য সম্মান পীরিতি। সকল সংসারে যার নিৰ্ম্মল কীরিতি ॥ ৬৪ । বৃন্দাবলে মধুমতী নাম ছিল যার । রাধাপ্রিয় সখী তিহেঁ মধুর ভাণ্ডার ॥৬৪৫ ৷ এবে কলিকালে গৌরসঙ্গে নরহরি। রাধাকৃষ্ণ-প্রেম-ভাণ্ডারে অধিকারী ॥ ৬৪৮ ॥ র্তার ভ্রাতুষ্পপুত্র-ত্রীরঘুনন্দন ঠাকুর। সকল সংসারে যশ ঘোষয়ে প্রচুর ॥৬3৭ ॥