বিষয়বস্তুতে চলুন

পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আদিখণ্ড ჯx(Y নমস্কার করি কৈল গাঢ় আলিঙ্গন । কোথা গিয়াছিল৷ বৈল মধুর বচন ॥ ৭৪১ ॥ আচাৰ্য্য কহয়ে--শুন শুন বিশ্বম্ভর । আমি গিয়াছিলাম এই ঘরেরে তোমার ॥৭৪২॥ তোমার জননী দেবী অতি সুচরিতা । গোচর করিলু চিত্তে যে আছিল কথা ॥৭৪৩৷৷ তোমার বিভার যোগ্য আছে এক কম্ভ)। বল্লভ-আচার্য্য কন্যা সৰ্ব্বগুণে ধষ্ঠা ॥ ৭৪৪ ॥ এ কথা তোমার মাতা শুনি শ্রদ্ধাহীন । ঘরেরে চলিলাঙ আমি অন্তর মলিল ॥ ৭৪৫ ॥ কিছু না বলিল। প্রভু শুনিঞ বচন। মুচকি হাসিয়া ঘরে করিলা গমন ॥ ৭৪৬ ॥ সে চাতুরী লাবণ্য মধুর মন্দ হাসি । হেরিয়া আচার্য্য মনে হএ অভিলাষী ॥ ৭৪৭ ॥ জানিলেন—মোর কার্য্য অবশ্য হুইল । অন্তরে জালিল-প্রতু বিবাহ করিব ॥ ৭৪৮ ॥ ঘরেরে আইলা আচাৰ্য্য আনন্দিত হএর । প্রভুর চরিত্র সব হৃদয়ে ভাবিয়া ॥৭৪৯ । ঘরে গিয়া জননীরে বৈল বিশ্বম্ভর । বনমালী-আচার্য্যেরে কি দিল। উত্তর ॥ ৭৫০ ॥ বিমনা দেখিল আমি ভারে পথে যাইতে । সম্ভাষে না পাইলু স্থখ আচাৰ্য্যসহিতে ॥ ৭৫১ ভার অসন্তোষ কেনে করিয়াছ তুমি। বিমন দেখিয়৷ তারে দুঃখ পাইলু আমি ॥৭৫২ শুনিয়া পুত্রের বাণী শচী সুচতুর। ইঙ্গিত জানিঞা হৈল হৃদয় সত্বর ॥৭৫৩ ॥ ত্বরায় মানুষ গেল আচার্য্য অানিবারে"। সংবাদ শুনিয়া তেঁহো আইলা সত্বরে ॥ ৭৫৪ ॥ আনন্দে পূরিত তনু গদগদ হঞা। শচী-কাছে উপনীত প্রণত হইয়া ॥ ৭৫৫ ॥ দণ্ডবৎ করি লৈল চরণের ধূলি। কি কারণে আজ্ঞা মোরে করিলা ঈশ্বরী ॥৭৫৬ পূরুবে যে কহিলা তার করহ উদযোগ । বিশ্বস্তুর বিভা দিব সভার সন্তোষ ॥৭৫৭ ॥ Y > আমার অধিক স্নেহ ভোর বিশ্বম্ভরে । আপলে করিবি সব—কি বলিব ভোরে ॥ ৭৫৮ বিশ্বম্ভর-বিবাহ-নিমিত্তে যে কহিল । আপনে উদযোগ কর কহিল তোমারে ॥৭৫৯ ইহা শুনি বনমালী আচাৰ্য্য-উত্তম । পালিব তোমার আগজা—বলিল বচন ॥ ৭৬০ ॥ ইহা বলি বল্লভ-আচার্য্য-বাড়ী গেল । বল্লভ-আচাৰ্য্য অতি সন্ত্রমে উঠিলা ॥৭৬১ ॥ বসিতে আসন দিল লিনয় করিয়৷ ৷ নিজ ভাগ্য মানি কিছু কহিল হাসিয় ॥ ৭৬২ ॥ বলিল —তামার ভাগ্যে তেণর আগমন । আর কিলা কার্য্য থাকে কহ ত এখন ॥ ৭৬৩ ॥ বল্লভ-মিশ্রের কথা শুনিএঃী আচার্য্য । প্রবন্ধ করিয়া কহে হৃদয়ের কার্য্য ॥ ৭৬৪ ॥ সৰ্ব্বকাল আমারে করন্থ তুমি স্নেহ । স্নেহবশ হঞা মে আই লু ভোর গেহ ॥ ৭৬৫। মিশ্রপুরন্দর-সুত—শ্ৰীবিশ্বস্তর। কুলে, শীলে, গুণে সেই সৰ্ব্বাঙ্গে সুন্দর ॥ ৭৬৬ অামি কি কহিতে পারি ভার গুণ-কথা । একত্র সকল-গুণে গড়িল বিধাত ॥ ৭৬৭ ॥ কি কহিব ভার গুণ-গায় সৰ্ব্বলোকে । শুনিলে তাহার গুণ সৰ্ব্বলোকমুখে ॥৭৬৮ ॥ তোমার কম্ভার যোগ্যবর বিশ্বম্ভর । কহিল সকল যদি মনে লয় তোর ॥ ৭৬৯ এ কথা শুনিএsা মিশ্র মনে অনুমানি । এ কথা আমার ভাগ্যে কহিলে যে তুমি ॥ ৭৭০ আমি ধনহীন—কিছু দিবারে না পারি। কম্ভণ একমাত্র মোর আছএ মৃন্দরী ॥ ৭৭১ ॥ ইহা জানি আজ্ঞা ষবে করহ আপনে । কম্ভ দিব বিশ্বস্তুর জামাতা রতনে ॥ ৭৭২ ॥ দেব-ঋষি-পিতৃলোকে করিব আনন্দে। যবে মোর কষ্ঠ বিভা দিব গৌরচন্দ্রে ॥৭৭৩ ॥ অনেক তপের ফলে হয় হেন কৰ্ম্ম । তেণর অধিক বন্ধু নাহি –কহিল এ মৰ্ম্ম ॥৭৭৪ ॥