বিষয়বস্তুতে চলুন

পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/২২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মধ্যখণ্ড এ বোল শুনিয়া প্রভু কহিল পচন— । তোমার বচনে মোর স্থির নহে মন ॥ ৫৬ ॥ যত স্থির করি—তত উঠয়ে রোদল । না বলিহ মোরে কিছু – শুনহ বচন ॥ ৫৭ ৷ শব্দ-শক্তি করে হেন—কি করিল তামি । লঙ্ঘিতে না পারি পুনঃ যত কহ তুমি ॥ ৫৮ ৷৷ এ লোল শুনিএsা সভে অন্তর চিন্তিত । কহয়ে লেtচলদাস হৃদয় ব্যথিত ৷ ৯ ॥ অণর কথোদিনে শ্ৰীকেশল ভারতী । আইলা সন্ন্যাসী-পর অতি শুদ্ধমতি ॥ ৬০ ॥ মহ তেজ না সিলর মহ। ভাগবত । পূৰ্ব্বজন্মাৰ্জিত কত পুণ্যের পর্বত ॥ ৬১ ॥ অচম্বিতে অগসিয়৷ দেখি লা বিশ্বম্ভর । বিশ্বম্ভ দেখি হৃষ্ট চৈল। ন্যাসিবর ॥ ৬২ ॥ উঠিয়া ঠাকুর করে চরণ-বন্দন ! সন্ন্য। ীৈ দেখিয়া প্রে না ঝরে তু Tয়ন ॥ ৬ ত ॥ প্রভূ-অঙ্গ নিরখিয়ে সেই ন্যালিরাজ । মহাবুদ্ধি ন্যানিপর বুঝিলেন কাজ ॥ ৬৪ ॥ কেশল ভারতীগো নাঞি কহিল বচন-- তুমি শুক প্ৰহলাদ কি হেন লয় মন ॥ ৬৫ ॥ এ বোল শুনিএ । পুন প্রভু শ্বিম্ভর । কান্দয়ে দ্বিগুণ ঝরে নয়নের জল ॥ ৬৬ ॥ তবে পুনঃ কহে ন্যাসী বিস্মিত হইয়। অনুমান কfর মনে নিশ্চয় করিয়। ॥ ৬৭ ৷ তুমি প্রভু ভগবান –জসিল নিশ্চয়। সৰ্ব্ব-লোক-প্রাণ তুমি--নাহিক সংশয় ॥ ৬৮ ৷৷ এ বোল শুনিএ প্রভু করয়ে রোদন। কতদিনে পাল আমি কষ্ণের চরণ ॥ ৬৯ ৷৷ ৩েণর কৃষ্ণে অনুরাগ অতি বড় হয় । তে-কারণে যথণতথা দেখ কৃষ্ণময় ॥ ৭০ ॥ কতদিনে কৃষ্ণ মুঞি দেখিপারে পাপ । তোমার এমন বেশ কলে মোর হব ॥ ৭১ ৷৷ কৃষ্ণের উদ্দেশে মুঞি দেশেদেশে যাব । কোথা গেলে প্রাণনাথ কষ্ণ মুঞি পাব ॥৭২৷ २० Ֆ ԾԳ সন্ন্যাসীর বেছ কথা কহি পিশ্বম্ভর । দণ্ডবত হএ প্রভু যাম নিজঘর ॥৭৩ ॥ শ্ৰীবাস দেখিয় প্রভু কহিল উত্তর- । সন্ন্যাসিকে লঞা তুমি যাহ নিজঘর ॥ ৭৪ ৷ প্রভুর বচন শুনি ত্রপাস ঠাকুর । সন্ন্যাসী লইয়। ভিক্ষা দিলেন প্রচুর ॥ ৭৫ ৷ fভক্ষা করি সে-fদন সঞ্চিয়া ন্যাসিবর। যথাস্থানে প্র ভগতে চলিল। ষষ্ঠীশ্বর ॥ ৭৬ ॥ প্রাতঃকালে শ্ৰীনিবাস প্রভুর নিকটে । সন্ন্যাসি-বিজয়-কথা কহে করপুটে ॥ ৭৭ ৷ এ বোল শুনিএ প্রভু কাতর-অন্তর। সন্ন্যাসিকে মনে করি গেলা নিজঘর ॥ ৭৮ ॥ ঘরে গিয়া মনে মনে আ সুমান করি । দঢ়াইল। --সন্ন্যাস করিব গৌর হরি ॥ ৭৯ ॥ ইঙ্গি ত-আকারে তা হ৷ বুলি। মুকুন্দ । প্রভু রাখিপারে করে প্র চার-প্র ঙ্ক ॥৮০ ॥ আইলেন—যথ আছে সব ভক্ত গণ । কাfদয়। কহিল সব ভক্তের চঃণ ॥ ৮১ ॥ শুন শুন সবজন আমার উত্তর । সন্ন্যাস করিব এই প্রভু বিশ্বস্তু র ॥ ৮২ ॥ যাবত থাকয়ে-দেখ নয়ন ভরিয়া । ভ্রমুখের কথা শুন শ্রবণ পূরিয়া ॥৮৩ ॥ ছাড়িয়া যাইব প্রভু নিজ গৃহবাস । জননী ছাড়িল তার নিজ সব দাস ॥ ৮৪ ॥ এ বোল শুনিএsা সম্ভে ল্যথিত-হিয়ায় । যুকতি করিয়া মনে চিন্তয়ে উপায় ॥৮৫ ॥ স্বতন্ত্র ঈশ্বর লা রহিল কারু বশে । ইহ৷ বলি ভক্ত সল পড়িলা ভরণসে ॥ ৮৬ ॥ ভূমিতে পড়িয়: কান্দে-ধূলায় ধূসর। প্রাণনাথ আরে মোর প্রভু বিশ্বম্ভর ॥ ৮৭ ॥ হা হা মহাপ্ৰভু কোথা যাইলে এড়িয়া। মে-সভারে কলিসপে খাইবে ধরিয়া ॥ ৮৮ ৷ কলি-ভয়ে তোর প্রভু লইনু শরণ। তোর ভয়ে কলিসপে না লঙ্ঘে এখন ॥ ৮৯ ॥