বিষয়বস্তুতে চলুন

পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/২৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মধ্য খ গু অবয়ব আছে—প্রাণ গেল ত ছাড়িয়া । শচী-বিষ্ণুপ্রিয় কন্দে ভূমি লোটাইয়া ॥১১ শচীদেবী কন্দে ডাকে নিমাই বলিয়। আগুনে পুড়িল যেন ধকধক হিয়া ॥ ১২ ॥ দশদিক শূন্য হৈল অন্ধকারময়। কেমনে বঞ্চিব মুঞি ঘর ঘোরময় ॥ ১৩ ॥ গিলিবারে আইসে মোরে এ ঘরকরণ । বিষ যেন লাগে ইষ্টকুটুম্ববচন ॥ ১৪ ॥ মা বলিয়৷ আর মোরে না ডাকিলে কেহো । আমারে নাহিক যম—পাশরিল সেহে ॥ ১৫ ॥ কিবা দুঃখ পাই পুত্র ছাড়িল আমারে । হাপুতি করিয়৷ মোরে গেল। কোথাকারে ॥ হায় হায় নিদারুণ নিমাই হইয়া । কোন দেশে গেল। পুত্ৰ—কে দিলে তা লিঞা ৷ বুক ফাটে—তোর বাপ সোঙরি মাধুরী। মা ললিয়া আর ন! ডাকিল গৌরহরি ॥ ১৮ ॥ অনাথিনী করিয়া কে গারে গেলে বাপ । মনে ছিল — জননীলে দিল তামি তাপ ॥ ১৯ ॥ পঢ়িয়া শুনিএ । পুত্ৰ ই ই শিখিলা । অনাথিনী অভাগিনী মায়েরে করিলা ॥ ১০ ॥ কোথ। বিষ্ণুপ্রিয় এড়ি পলাইয়া গেলা। ভকত-সভার প্রেম কিছু ন গণিল ॥ ২১ ॥ বিষ্ণুপ্রিয় কন্দে–হিয়৷ নাহিক সম্বিৎ । ক্ষণে উঠে, ক্ষণে পড়ে—উসমত-চিত ॥ ২২ ॥ বসন না দেয় গায়ে— ন বান্ধয়ে ঢুলি । হণকান্দ কান্দনা কান্দে-উন্মতি পাগলী ॥২৩৷ প্রভুর অঙ্গের মালা হৃদয়ে করিয়া। জ্বালহ আগুলি –তাথে মরিব পূড়িয় ॥ ২৪ ॥ গুণ বিনাইতে নারে—মরয়ে মরমে। সলে এক বোল বোলে—যে ছিল করমে ॥২৫৷৷ অমিয়া-অধিক প্রভু তোর যত গুণ । এখনে সকল সেই ভৈগেল আগুন ॥ ২৬ ॥ রহস্য-বিনোদ-কথা কহিবারে নগরে। হিয়ার পোড়লে কান্দে অতি-আৰ্ত্ত-স্বরে ॥২৭৷ NG SD চৌদিগে ভকত মরে অন্তর-যন্ত্রণ। কি কহিল সম্বরিতে না পারে আপন ॥ ২৮ ॥ অনেক শকতি সভে লোলে ধীরে ধীরে । কি দিব প্রবোধ ভোরে—প্রাণ কর স্থিরে ॥২৯ যে দেখিলে যে শুনিলে এতকাল পরি’ । প্রাণ স্থির কর—সেই সল মনে করি’ ॥ ৩০ ॥ কি জানহ ভগবান করি আপনার । শুনিয়াছ যত যত পূৰ্ব্ব অলতার ॥ ৩১ ॥ লোক-বেদ-অগোচর চরিত্র তাহার। বড় ভাগ্য নাম ধরে সম্বন্ধ তোমার ॥ ৩২ ৷৷ যারে যেই আজ্ঞা কৈলা—থকে সেইমতে । সেই আজ্ঞা পালন করহ দৃঢ় চিমত ॥ ৩৩ ৷ এতেক বচন যবে লৈল ভক্ত?’ল । শুনিএsা কাতর হিয়া—সম্বরে ক্রন্দন ॥ ৩৪ ৷ তলে নিত্যানন্দ লএ৪ সব ভক্তগণ । যুক্তি করে— কোথা গেলে পান ধরশন ॥৩৫৷৷ কেহো লোলে—যত তীর্থ করি গমন । যথা গেলে গোর টাদের পাল দরশন ॥৩৬ কেহো বোলে—বুন্দালন যাব বারাণসী ৷ নীলাচলে যাব যথা থাকয়ে সন্ন্যাসী ॥ ৩৭ ॥ কাঞ্চন-নগরে অাছে ভারতী গোসাঞি । সন্ন্যাস করিব তথা পণ্ডিত নিমাই ॥ ৩৮ ৷৷ এই বাক্য কভু প্রভুর মুখে শুনিয়াছি। সত্য করি’ এই লাক্য দঢ় নাহি বুঝি ॥ ৩৯ ৷ মিথ্যা-বাক্যে সব লোক ধাইল তথারে। আগে আমি তত্ত্ব জালি’ কহিব সভারে ॥ ৪০ ॥ ধীর ভক্ত জনকথে দেহ মোর সঙ্গে । ধরিয়া আনিব মোর প্রভু সে গৌরাঙ্গে ॥৪১ তবে সব ভক্তগণ মনে অনুমানে । মুখ্য মুখ্য জনকথো দিল তার সনে ॥ ৪২ ৷ শ্রীচন্দ্রশেখরাচার্য্য, পণ্ডিত দামোদর। . বক্রেশ্বর-অাদি করি’ চলিলা সত্বর ॥ ৪৩ ৷ এই সব লঞা নিত্যানন্দ চলি’ যায়। প্রবোধিয়া শচী-বিষ্ণুপ্রিয়ার হৃদয় ॥ ৪৪ ৷