পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণভাগবত.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রেয়োদশকল্প ] ব্ৰহ্ম জ্ঞানাধ্যায় । సారీ অতি প্রীতি দুই জনে সদা বাস নিরজনে, প্রেমালাপ স্নেহের সন্তাষ । ৭২০ জাতির বিচার প্রথা উচ্চ নীচ ভােব তথা, পূর্ণ জ্ঞানে না পায় আশ্রয়। ৭২১ সাম্যভাব দেখাবারে র্যার আসা এ সংসারে, ভেদ জ্ঞান তাহার না র’য । ৭২২ এক বৃন্তে দুট ফুল কেহ সূক্ষ কেহ স্থল কেহ দেব কেহ নবরূপ। ৭২৩ গুহক চণ্ডাল যথা ছিল ঐরামের মিতা, তথা দোহে যেন অনুরূপ। ৭২৪ কামিনী কাঞ্চন ত্যাগী পরব্রহ্ম অনুরাগী, গদাপ্ৰৱন্ন পরম বৈরাগী। ৭২৫ যেন শ্বেত শত দল ঢল ঢল পরিমল, সদা আদ্যাশক্তি অনুরাগী। ৭২৬ শ্রীরাম সংসার পাতি খেলিল সে দিবারাতি, তৃপ্ত নহে সংসার খেলায। ৭২৭ সংসার বন্ধন যত ছিন্ন হ’ল রীতি মত, তথাপি না তৃগু বাসনায়। ৭২৮ ইচ্ছাময়ী ইচ্ছাবশে খেলিছে সবে আবেশে, বডসিতে বন্ধ মীন সম । ৭২৯ যে দিকে ফিরাও তুমি সেই দিকে ফিরি আমি, শকতি তোমার অনুপম । ৭৩০ তাই বলি ওমা তুমি । আমাতে নহি মা আমি, দাস হযে খেলি এসংসারে । ৭৩১ খেলা যবে ফুরাইবে তব কোলে উঠাইবে, - এই দয়াক’য়ো সপ্তানেয়ে ? ৭৩২