পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণভাগবত.djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষোড়শকল্প ] দক্ষিণেশ্বরের দেবালয় প্রতিষ্ঠাধ্যায়। ১১১ সম্মুখেতে বিরাজিত নাট্য স্বমন্দির, স্তম্ভচয় সুশোভিত, প্রস্তবেতে সুমণ্ডিত , কাচ ঝাড রহে বিলম্বিত । ৮৪৫ সম্মুখেতে মহাদেব প্রস্তর মুরতি, নন্দি ভূঙ্গি আদি যত, দেব মূৰ্ত্তি পরিবৃত , এই স্থানে হয যাত্রা গীত । ৮৪৬ গৃহ শ্রেণী বিবাজিত দক্ষিণ উত্তর, মধ্যেতে প্রবেশ দ্বার , দ্বাববান চৌকিদার , পাহারায রহে নিযোজিত । ৮৪৭ পশ্চিম উত্তর কোণে ঠাকুবের কক্ষ, বৃত্তাকাবে স্থবেষ্টিত, প্রকোষ্ঠ পশ্চিমে স্থিত , চতুষ্কোণ বাবাণ্ড উত্তরে। ৮৪৮ ঘৰেৰ উত্তরে রহে পঞ্চবটী বন, সাধিত সাধনা কত, পুরাণাদি শাস্ত্র মত, তপ যোগ সাধিত কুটীরে। ৮৪৯ অশ্বথ বট বিটপি উত্তরে তাহার, ইষ্টকে বেদী নিৰ্ম্মিত, বৃত্তাকারে স্থবেষ্ঠিত , ধান যোগ সাধনের স্থান । ৮৫০ ৮৪৮ । ঠাকুরের কক্ষ-রামকুকদেৰ ঐ কক্ষে বাস করিতেন - ৮৪৯ । পঞ্চবটী ও বিপ্লতল ঠাকুরের সাধনার স্থান, ইহা সাধণাধ্যায়ে বিবৃত হহণে ।