পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণভাগবত.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১৪ শ্ৰীশ্রীরামকৃষ্ণভাগবত। গদাক্সের তরে সব হয আয়োজন, শ্ৰীমতী ভব-তাবিণী সচ্চিদানন্দ দাযিনী , মাতৃরূপে দিলা দবশন । ৮৬৩ সদাব্রত উপলক্ষে আসে সাধুগণ, সাধনাব অনুকূল, গুরু নহে অপ্রতুল , যবে যাব হয প্রযোজন । ৮৬৪ প্রতিষ্ঠাৰ শুভ দিনে আসে গদাধর, উৎসবের আযোজন, কবি পবিদবশন , উপবাসে দিবস যাপন । ৮৬৫ অনশনে গদাধর যাপিল দিবস, তথাপি না পবশিল, কৈবৰ্ত্তেব অন্ন জল , গৃঢ় তত্ত্ব নিহিত লীলায । ৮৬৬ মাঝে মাঝে সহোদবে আসা দেখিবাবে, কলিকাতা বাসা হ'তে, আসি প্রযোজন মতে , প্রত্যাবৃত্ত হয পুনবায। ৮৬৭ কুলগত নিষ্ঠাচাৰ অস্থি মজ্জাগত, তাই দ্বিজ রামকুমার, অন্নাহাব একবাব, পূজাশেষে স্বপাকে সাধিত। ৮৬৮ ৮৬৬ । ঠাকুর মন্দির প্রতিষ্ঠার দিবস পুরী মধ্যে অনাহার থাকিব| সমস্ত তত্ত্বাবধারণ করিয়া ও যাহাতে কায্য অশাস্ত্রীয় না হয়, তাহা দেখিবার জন্য সমস্ত দিবস তথায় ছিলেন ও রাত্রে এক পয়সা মুড়কি খাইয়া কলিকাতা চলিয়া যান । কেন rয অনানরী ছিলেন তাহার কোন মীমাংসা হয নাই। অনাহারে দেবপূজা প্রশস্থ সেই জন্য বোধ হয় উপবাসী ছিলেন।