পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণভাগবত.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

:్చ ఉ ঐশ্ৰীবামকৃষ্ণভাগবত। স্বপনে লভিয়া শিলা স্বভবনে প্রতিষ্ঠিল ; রছাত্রীর জাগ্রত দেবতা । ১১৯ র্তাহার সেবাব তবে নিজে ধান্ত চাষ করে ; সেই ভাব ঋষি প্রণোদিত । ১২০ দীন গৃহে বহে সুখ অতিথি নহে বিমুখ ; লক্ষনী-ভাণ্ড খালি নাহি রহে ৷ ১২১ অন্নপূর্ণ চন্দ্রমণি অস্ত গেলে দিনমণি ; আহার করেন যাহা বহে ৷ ১২২ ক্ষুদিরাম নিষ্ঠাবান দেবতায ভক্তিমান ; সত্যনিষ্ঠ তেজস্বী ব্রাহ্মণ। ১২৩ শুদ্ধাভক্তি সমন্বিত সদাচার নিযমিত ; ত্রস্ত পল্লীবাসী সৰ্ব্বজন । ১২৪ ব্রহ্মণ্য তেজেব ভবে পল্লীবাসী ভয় করে ; উঠে সবে হেবিলে তাহায। ১২৫ যদবধি র্তার স্বান নাহি হয সমাধান ; সরোববে কেহ নাহি যায। ১২৬ সহসা হইল চিত্তে গযাতীর্থ পর্য্যটিতে ; পিতৃপিণ্ড কবিতে প্রদান । ১২৭ গৃহে রাখি স্বধৰ্ম্মিণী পুত্রদ্বয গুণমণি ; রাখি গৃহে খাদ্য সংস্থান। ১২৮ ১১৯। একদিন ক্ষুদিরাম গ্রামান্তরে যাইতে ২ পথিমধ্যে কোন বৃক্ষতলে নিদ্রিতাবস্থায় স্বপ্ন দেখিলেন যে,অদূরে মাঠে ধান্তক্ষেত্র মধ্যে রঘুবীর বিগ্রহ শায়িত আছেন। র্তাহাকে উদ্ধার করিয়া লইবার আদেশ পাইয় তাহাকে উঠাইয়া লইয়া আসেন। এ কথা ভগবান রামকৃষ্ণ প্রমুখে বলিয়াছেন । ১২• । ঋষিগণ যেরূপ লীবাবধাগু স্বয়ং ছড়াইয়া দিযা নিজে কৰ্ত্তন করিতেন, সেইরূপ ক্ষুদিরামও দেবতার ভোগের জন্ত স্বয়ং ধান্ত চাষ করিতেন। ১২৮। ক্ষুদিরামের জ্যেষ্ঠপুত্র রামকুমার ও মধ্যম রামেশ্বর এবং সৰ্ব্বকনিষ্ঠ পুত্র রামকৃষ্ণ ও ভাৰ্য্য৷ শ্ৰীমতী চন্দ্রমণি দেবী ।