পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণভাগবত.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় কল্প ] জন্মাধ্যায । به چ পূজা জপ সমাধিয স্তব করে বিনোদিয ; “এত দযা এ দীন ব্রাহ্মণে । ১৫৩ তুমি দেব গদাধব । তুমি ব্ৰহ্ম পবাৎপর। তব লীলা জানে সৰ্ব্বজনে।” ১৫৪ প্রেম অশ্র দব দব বিগলিত শতধার , যেন উৎস বাহি নীব বহে। ১৫৫ প্রেম বিগলিত চিত বিপ্ৰ অতি হবষিত ; বাহ-দৃষ্টি শূন্য হযে বহে। ১৫৬ ঢুলু ঢুলু আঁখি ভাবে উন্মত্ত যেন আসবে ; প্রেমে মাতোযাবা বিপ্রবর। ১৫৭ ক্রমে ভাব অপনীত অপ্রশান্ত এবে চিত : চলে নিজ বাসে দ্বিজবব । ১৫৮ লীলাময লীলা ভাবে খেলাইছ এই ভবে ; সাঙ্গ নহে তব লীলা কভু। ১৫৯ এ ভব বঙ্গ আলযে ক’বে কিসে সাজাইযে ; হেব রঙ্গ কত তুমি বিভু । ১৬• কেহ বা সংসার পাতি খেলিতেছেদিবারাতি ; শিশু যথা লযে ক্রীডনকে। ১৬১ ৷ ক্ষুধাপেলে খেলা ফেলি অঙ্গেতে মাখিয়া ধুলি ; ক্ৰন্দনেব বোলে মাকে ডাকে। ১৬২ ম। আসি লইলে কোলে সব দুঃখ যায় ভুলে, নযনাশ্র হয় "সম্বরণ। ১৬৩ ১৬. । যেমন রঙ্গালয়ে নষ্টগণ প্রত্যেকে নিজ অভিনয়োপযোগী সাজে সাজিয় থাকেন, ডক্ষপ মানবগণ সংসাবরূপ বৃহৎ নাট্যশালায় কেহ পিতা কেহ পুত্ৰ সাজিয় ङ्गत्र नभां★५ कब्रिग्न cज़ङ्ठrांश्न कुरब्रन ।