পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণভাগবত.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ونتيج শ্ৰী শ্রীরামকৃষ্ণভাগবত। আহারেতে রুচি নহে যেন সদা তৃপ্তি রহে, সদা পুলকিত মুহাসিনী। ১৮৮ ক্রমেতে গর্ভসঞ্চাব পরিপুষ্ট দেহ ভার, আলোকিত কপের ছটায। ১৮৯ যত প্রতিবাসিগণ করে কত আন্দোলন, মুগ্ধ কিন্তু কপেব প্রভায। ১৯০ কেহ কহে একিবাপ । যেন হেবি অপরূপ । এ রূপের নাহিক তুলনা। ১৯১ কপ যেন ফুটে রয় অতি শব্দ ভাল নয, এ বযসে গর্ভ বিড়ম্বন । ১৯২ ক্ষুদিরাম অবশেষে উপনীত নিজ বাসে, স্মরণে সদাই কৃত্তিবাসে। ১৯৩ পতি পাশে বিরহিণী আপন গর্ভ কাহিনী, কহি নযনেব নীরে ভাসে। ১৯৪ উপদেব ভব কথা কহে 'স্বল্পী” সে বাবত, কতই অস্তুত কথা কহে। ১৯৫ ক্ষুদিরাম হরষিত চিত সদা পুলকিত, যেন হৃদে উৎস সদা বহে। ১৯৬ নিজ স্বপ্ন মিলাইয়ে কহে বিপ্র সুধাইযে, “খেদ না করিও সাধিব সতি । ১৯৭ দীনহীনে দয়া কবি দেব গদাধর হরি, তবোদরে ব্ৰহ্মাণ্ডের পতি । ১৯৮ কত জন্ম পুণ্যফলে কিম্বা তব ভাগা বলে, তবগর্ভে জনমিল হরি । ১৯৯ ১৮৯১৯৯। অষ্টম গম্ভকালে দেবকীর ও রূপের ছটায় কারাগুহ বিভাসিত হইত।