পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণভাগবত.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থকল্প ] বিশিষ্ট-জন্মাধ্যায়। చ్చి নিতি নিতি নব মল্লিকা মালতি, বকুল চম্পক কুন্দ যুথি যাতি, করি আহরণ পূজা কবে নিতি, রজনীগন্ধ, দিয়া কৰ্ণমূলে। ২৭৯ গোলোক গোসাই তুলসী চন্দনে, পূজে গদাঘর-বাতুল চরণে, বনফুল মালা কভু সযতনে, o পরায আদবে গদাধর-গলে। ২৮ সাধনার বলে চিনিল গোসাই, সামান্য বালক নহেক গদাই, গোলোক বিহাৰী এবে এই ঠাই, তাই ভক্তি ভরে পূজে চৰণ।। ২৮১ গদাই চরণে তুলসী চন্দন, হেরি আতঙ্কিত চন্দ্রমণি-মন, স্মবিয, গোঁসাই পূজেছে চবণ গণিল কত তাহে অকল্যাণ।। ২৮২ কহে চতন্দ্রমণি গোসাযের ঠাই, “কেন অকল্যাণ কবিলে গোসাই ? বুঝিবা না বঁাচে আমাৰ গদাই, তাই নিবারণ করি তোমায়” । ২৮৩ পোসনাই কহিল “শুনগো ব্রাহ্মণি ৷ তোমার সন্তানে বালক না গণি, গোলোক-বিহারি নিজে চিত্তামণি, তোমার কুটীরে আসি উদ্য। ২৮৪