পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণভাগবত.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চমকল্প | বাললীলাধ্যায়। ტა) সবে একমনে ধবি একতানে, গা’য লযে গুণমণি । ৩৭০ যতেক কুমণী খাদ্য নানা আনি, দেয সবে বিলাইয়া । ৩৭১ কুখাদ্য লইয সঙ্গীত গাহিযা, দেয সবে মাতাইযা । ৩৭২ হবি নাম গাই মিলি একঠাই, ধরাধরি কবি হাতে ৷ ৩৭৩ গাহিতে গাহিতে হেলিতে দুলিতে চলে যত খেলি সাথে। ৩৭৪ মাঠেতে চলিল আইলে মিলিল, মিলি সবে গীত গায । ৩৭৫ মেঘ পানে চেযে নেচে যায ধেযে, যেন কি হেরিয৷ তা'য । ৩৭৬ পদাই মাতিল চিত হ’বাইল, অবশে পডে ধুলাষ । ৩৭৭ যত সার্থীগণ বেষ্টিয তখন, -কবে নাম উভবায । ৩৭৮ গাহিতে গাঁহিতে নাম উচ্চারিতে, পদীঘল আণখি মেলে। ৩৭৯ জয় জয় বাণী করে হবিধবনি, মহোৎসবে সবে খেলে ৷ ৩৮০ ৩৭৬ । মেঘপানে চাহিয। গদাধরের ভাব হয ।