পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণভাগবত.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্রীরামকৃষ্ণভাগবত । সপিলু তুষার করে জীবন যৌবন, মুয়ে রাধা বিনোদিনী তুয় শ্বাম-সোহাগিনী ; হে’র মুঝে, তুয়া বিনু কিযা দশা ভেল, তুযা না পেখিযা কেন পরাণ না গেল ? ৫২৫ তুয়া পদে সব মুহি কৈলু অবপণ . কুল মান তেযাগিনু লাজে জলাঞ্জলি দিমু ; শেষ ছিল তমুখানি সেও কাল ভেল। সকলই কালার পদে বিসর্জন গেল । ৫২৬ নযনে বহিল নীর কহিতে সে বাণী, চরণ চলেনা আর নেত্র নিমীলিত তাব ; স্পন্দন বিহীন যেন জডের সমান । মহাভাবে গদাধৰ চিত_সমাধান । ৫২৭ এত কৈলু তবু তুষা কেন না মিলল ? তুযে তু অতি লম্পট তাহে তুয়া অতি শঠ, চিত মন মজাইযা রহ দেশান্তব । তুযা মুঝে কেন হবে এতই অন্তর। ৫২৮ না চিনল মুষে মন তুষা যে কেমন, তুয়া গভীর সাগর মুঝে নীচ নিরঝর, অবগাহি তু সলিলে হামে মিলাইল, স্মর গবলর ভাব তাহে উপজিল । ৫২৯ হারাইনু তুযা চিতে তীর না পেখলু, সাতারি প্রেম-সাগরে বিকল দেহের ভাবে, ডুবিনু প্রেমের নীরে তুযা না পাইমু, চরণ পঙ্কজ ধ্যানে পরাণ সপিমু । ৫৩০