পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত। == <!ee Qജ്ജ് দক্ষিণেশ্বর কালাবাটতে ভক্তদের সঙ্গে ব্ৰহ্মতত্ত্ব ও আদ্যাশক্তি বিষয়ে কথোপকথন ও র্ত্যহাদের প্রতি উপদেশ । ঈশ্বর বিদ্যাসাগর ও কেশবচন্দ্র সেনের কথা । مهسامسحیه سس حو احسسه 22nd. JULY. 1883. প্রথম পরিচ্ছেদ । আষাঢ়ের কৃষ্ণ তৃতীয় তিথি। ইংরাজি ২২শে জুলাই, ১৮৮৩ খৃষ্টাব্দ । আজ রবিবার। ভক্তের শ্রীশ্রীপরমহংসদেবকে দর্শন করিতে আবার আসিয়|ছেন । অন্য অন্য বারে তাহার প্রায় আসিতে পারেন না। রবিবারে তাহার অবসর পান। অধর, রাখাল, মাষ্টার কলিকাতা হইতে একখানি গাড়ী করিয়৷ বেলা একটা দুইটার সময় কালীবাটতে পৌছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আহারান্তে একটু বিশ্রাম করিয়াছেন । ঘরে মণিমল্লিকাদি আরও কয়েকজন ভক্ত বসিয়াছিলেন । রাসমণির কালিবাড়ীর বৃহৎ প্রাঙ্গণের পূর্বাংশে শ্রীরাধাকাস্তের মন্দির ও শ্ৰীশ্ৰীভবতারিণীর মন্দির। পশ্চিমাংশে দ্বাদশ শিবমন্দির। সারি সারি শিব মন্দিরের ঠিক উত্তরে শ্ৰীশ্ৰীপরমহংসদেবের ঘর। ঘরের পশ্চিমে অৰ্দ্ধ মণ্ডলাকার বারাও। সেখানে তিনি দাড়াইয়া পশ্চিমান্ত হইয়া গন্ধ দর্শন করিতেন। গঙ্গার পোস্ত ও বারাণ্ডার মধ্যবর্তী ভূমিখণ্ডে ঠাকুরবাড়ীর পুষ্পোন্তান । এই পুষ্পোন্তান বহুদূরব্যাপী । দক্ষিণে বাগানের সীমা পৰ্য্যস্ত। উত্তরে পঞ্চবটী পর্যন্ত —যেখানে ঠাকুরীরামকৃষ্ণ তপস্ত করিয়াছিলেন-ও পূৰ্ব্বে উষ্ঠানের দুই