পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত। TS TCCLS SATTAAASAAAS ー-ー一ー。ェy<ンS三ーーーー ・ 15th JUNE, I 884. প্রথম পরিচ্ছেদ । শ্ৰীযুক্ত স্বরেন্দ্রের বাগানে মহোৎসব । আজ ঠাকুর স্বরেন্দ্রের বাগানে আসিয়াছেন। রবিবার, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণাষষ্ঠ তিথি, ১৫ই জুন, ১৮৮৪ খৃষ্টাব্দ । ঠাকুর সকাল নয়ট হইতে ভক্তসঙ্গে আনন্দ করিতেছেন। স্বরেন্দ্রের বাগান কলিকাতার নিকটস্থ কাকুড়গাছী নামক পল্লীর অন্তর্গত। নিকটেই রামের বাগান—যে বাগানে ঠাকুর প্রায় ছয় মাস পূৰ্ব্বে শুভাগমন করিয়াছিলেন । আজ সুরেন্দ্রের বাগানে মহোৎসব হইতেছে। সকাল হইতেই সঙ্কীৰ্ত্তন আরম্ভ হইয়াছে। কীৰ্ত্তনীয়াগণ মাথুর গাহিতেছিল। গোপীদিগের প্রেম, শ্ৰীকৃষ্ণবিরহে শ্ৰীমতীর শোচনীয় অবস্থা,—সমস্ত বর্ণিত হইতেছিল। ঠাকুর মুহুমুহুঃ ভাবাবিষ্ট হইতেছেন। ভক্তগণ উদ্যানগৃহমধ্যে চতুদিকে কাতার দিয়া দাড়াইয় আছেন। উদ্যানগৃহমধ্যে প্রধান প্রকোষ্ঠে সঙ্কীৰ্ত্তন পঞ্জতেছে। ঘরের মেজেতে সাদা চাদর পাতা ও মাঝে মাঝে তাকিয়া রহিয়াছে। এই প্রকোষ্ঠের পূৰ্ব্বে ও পশ্চিমে একটী করিয়া কামরা এবং উত্তরে ও দক্ষিণে বারাগু আছে । উদ্যানগৃহের সম্মুখে অর্থাৎ দক্ষিণদিকে একটা বাধাঘাটবিশিষ্ট সুন্দর পুষ্করিণী। গৃহ ও পুষ্করিণী ঘাটের মধ্যবৰ্ত্তী পূৰ্ব্বপশ্চিমে উদ্যানপথ। পথের দুই ধারে পূষ্পবৃক্ষ ও ক্রোটনাদি গাছ। উদ্যান গৃহের পূৰ্ব্বধারে পূর্ব হইতে উত্তরে ফুটুক পৰ্যন্ত আর একটা রাস্তা গিয়াছে। লাল স্বরকির রাস্তা। তাহারওঁ দুই পার্থে নানাবিধ পুষ্পবৃক্ষ ও ক্রোটনাদি গাছ। ফটকের নিকট ও রাস্তার পূৰ্ব্ব ধারে