পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুরেন্দ্রের বাগানে মহোৎসব। X 8 y. প্রতাপ। তবে আমি আসি । প্রতাপ চলিয়া গেলেন। ঠাকুরের অমৃতময়ী কথা, কামিনীকাঞ্চনত্যাগের কথা, সমাপ্ত হইল না। স্বরেন্দ্রের বাগানের বৃক্ষস্থিত পত্রগুলি দক্ষিণবায়ুংঘাতে দুলিতেছিল ও মৰ্ম্মর শব্দ করিতেছিল ; কথাগুলি সেই শব্দের সঙ্গে মিশাইয়া গেল। একবার মাত্র ভক্তদের হৃদয়ে আঘাত করিয়া গেল । অবশেষে অনন্ত আকাশে লয় প্রাপ্ত হইল । কিন্তু প্রতাপের হৃদয়ে কি এ কথা প্রতিধ্বনিত হয় নাই ? প্রতাপ চলিয়া গেলে কিয়ংক্ষণ পরে শ্ৰীযুক্ত মণিলাল মল্লিক ঠাকুরকে বলিতেছেন—“মহাশয় এই বেল। দক্ষিণেশ্বরে যাত্র করুন । আজ সেখানে কেশব সেনের মা ও বাড়ীর মেয়েরা আপনাকে দর্শন করতে যাবেন । তারা আপনাকে না দেখতে পেলে হয়ত দুঃখিত হ’য়ে ফিরে আসবেন ।” কয়মাস হইল কেশব স্বৰ্গারোহণ করিয়াছেন । তাই তাহার বৃদ্ধ মাতাঠাকুরাণী, পরিবার ও বাড়ীর অন্যান্য মেয়ের ঠাকুরকে দর্শন করিতে যাইবেন । শ্রীরামকৃষ্ণ ( মণি মল্লিকের প্রতি ) ৷ রোসো বাপু, একে আমার ঘুমটুম হয় নাই –তাড়াতাড়ি ক’রতে পারি না। তারা গেছে তা আর কি করবো ; আর সেখানে তারা বাগান বেড়াবে, চ্যাড়াবে—বেশ আনন্দ হ’বে । কিয়ংক্ষণ বিশ্রাম করিয়া ঠাকুর যাত্রা করিতেছেন—দক্ষিণেশ্বরে যাইবেম | যাইবার সময় ঠাকুর স্বরেন্দ্রের কল্যাণ চিন্তা করিতেছেন । সব ঘরে এক একবার যাইতেছেন আর মৃদুমুছ নামোচ্চারণ করিতেছেন। কিছু অসম্পূর্ণ রাথিবেন না তাই দাড়াইয়া দাড়াইয়াই বলিতেছেন—“আমি তখন মুচি খাই । নাই, একটু মুচি এনে দাও । কণিকামাত্র লইয়৷ থাইতেছেন। আর বলিতেছেন—‘এর অনেক মানে আছে । মুচি খাই নাই মনে o ཝུ་ ميري আবার আসবার ইচ্ছা হ’বে । ( সকলের হাস্ত । ) " . . . . . . মণি মল্লিক (সহস্যে ) । বেশ’ত আমরাও আসতাম : , ভক্তেরা সকলে হাসিতেছেন। - SMSMS eA AMMMMA AMAMMAAAS