পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२० ० শ্রীশ্রীরামকৃ কথাস্থত। ১৮৮৪,২৬ অক্টোবর। r یحیی حمراسم مهرههای ماهیهایی تعبیه هم و تهیه ۶یه ۶۹۶ ۹۹-ه স্ত্রীরামকৃষ্ণ (সহাস্তে )। হাজরার সবই হয়েছে, একটু সংসারে মন আছে—ছেলেরা রয়েছে, কিছু টাকা ধার রয়েছে। মামীর সব অসুখ সেরে গেছে, একটু কস্থর আছে – ( সকলের হাস্ত )। মহিমা । কোথায় জ্ঞান হ’য়েছে, মহাশয় ? , শ্রীরামকৃষ্ণ (হাসিয়া ) । না—গে, তুমি জান না। সব্বাই বলে, হাজরা একটী লোক, রাসমণির ঠাকুর বাড়ীতে আছে। হাজরারই নাম করে, এখানকার নাম কেউ করে ? ( সকলের হাস্ত )। হাজরা। আপনি নিরুপম—আপনার উপমা নাই, তাই কেউ আপনাকে বুঝতে পারে না। শ্রীরামকৃষ্ণ । তবেই নিরুপমের সঙ্গে কোন কাজ হয় না ; তা এখানকার নাম কেউ করবে কেন ? মহিমা । মহাশয়! ও কি জানে ? আপনি যেরূপ উপদেশ দেবেন, ও তাই করবে। শ্রীরামকৃষ্ণ। কেন, তুমি ওকে বরং জিজ্ঞাসা কর ; ও আমায় ব’লেছে, তোমার সঙ্গে আমার লেন দেনা নাই । মহিমা । ভারি তর্ক করে! - স্ত্রীরামকৃষ্ণ। ও মাঝে মাঝে আমায় আবার শিক্ষা দেয় (সকলের হাস্য)। তর্ক যখন করে, হয় তো আমি গালাগালি দিয়ে বসলুম। তর্কের পর মশারির ভিতর গিয়ে হয় তো শুয়েছি ; আবার কি বলেছি মনে ক’রে বেরিয়ে এসে, হাজরাকে প্রণাম ক’রে যাই,—তবে হয় ! r [ বেদান্ত ও শুদ্ধাত্মা । ] - স্ত্ররামকৃষ্ণ (হাজরার প্রতি ) ৷ তুমি শুদ্ধাত্মাকে ঈশ্বর বল কেন ? শুদ্ধাত্মা নিক্রিয়, তিন অবস্থার সাক্ষিস্বরূপ। যখন স্বষ্টি স্থিতি প্ৰলয় কাৰ্য্য ভারি, তখন তাকে ঈশ্বর বলি। শুদ্ধাত্মা কিরূপ । যেমন চুম্বক-পাথর অনেক দুরে আছে, কিন্তু ছুচ নড়ছে—চুম্বক-পাথর চুপ করে আছে—নিক্রিয়। o