পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দিরে । こ>Q আমি অহনিশি, দুর্গানামে ভাসি, তবু দুঃখরাশি গেল না, এবার যদি মরি ও হরম্বন্দরী, তোর দুর্গানাম কেউ আর লবে না । আর নিত্যানন্দময়ীর ব্রহ্মানন্দের কথা গাইলেন— গীত । t শিল সনতেঙ্গ সনদ1ল্লতেঙ্গ তমালন্দে মগন, । স্বধাপানে ঢল ঢল ঢলে কিন্তু পড়ে না ( মা ) । বিপরীত রতাতুরা, পদভরে র্কাপে ধরা, - উভয়ে পাগলের পর। লজ্জা ভয় আর মানে না ( মা ) । ভক্তেরা নিস্তব্ধ হইয় গান শুনিতে লাগিলেন । তাহার একদৃষ্টে ঠাকুরের অদ্ভুত আত্মহারামাতোয়ারা ভাব দেখিতে লাগিলেন । গান সমাপ্ত হইল। কিয়ংকাল প ের ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিলেন, “আমার আজ গান ভাল হ’ল না—সদি হয়েছে । ’ - চতুর্থ পরিচ্ছেদ । ( সন্ধ্যাসমাগমে । ) ক্রমে সন্ধ্যা হইল। সিন্ধুবক্ষে, যথায় আনস্তের নীল ছায় পড়িয়াছে, নিবিড় অরণ্যমধ্যে, অঙ্গরম্পর্শী পৰ্ব্বতশিখরে, বায়ুবিকম্পিত নদীর তীরে, দিগ দিগন্তব্যাপী প্রান্তরমধ্যে, ক্ষুদ্র মানবের সহজেই ভাবান্তর হইল । এই স্বৰ্য্য চরাচর বিশ্বকে আলোকিত করিতেছিলেন, কোথায় গেলেন ? বালক ভাবিতেছে, আবার ভাবিতেছেন—বালকস্বভাবাপন্ন মহাপুরুষ । সন্ধ্য হইল ! কি আশ্চৰ্য্য ! কে এরূপ করিল ? পার্থীরা পাদপশাখা আশ্রয় করিয়া রব করিতেছে। মানুষের মধ্যে খাহাদের চৈতন্ত হুসছে, তাহারা ও সেই আদি কবি, কার ণের কারণ, পুরুষোত্তমের নাম করিতেছেন । o - কথা কহিতে কহিতে সন্ধ্য হইল। ভক্তের, যে যে আসনে বসিয়াছিলেন, তিনি সেই আসনেই বসিয়া রহিলেন। ঠাকুর স্ত্রীরামকৃষ্ণ মধুর নাম করিতেছেন, তাই সকলে উদগ্রীব ও উৎকর্ণ হইয়া শুনিতেছেন । এমন মিষ্ট নাম তারা কখন শুনেন নাই—যেন স্বধাবৰ্ষণ হইতেছে। এমন প্রেমমাখা বালকের মা ম বলে ডাক, তারা কখন শুনেন নাই, দেখেন নাই ! আকাশ, পৰ্ব্বত,