পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ ঐঞ্জরামকৃষ্ণকথামৃত । [১৮৮২ মার্ক । এই সুন্দর দেবালয় প্রতিষ্ঠিত হইয়াছে, আবার এই চঞ্চল প্রতিমা এই মহ+ " পুরুষকে লোকে আসিয়া দর্শন ও পূজা করিতে পাইতেছে! - ! ২ । চাদনী ও দ্বাদশ শিবমন্দির। . কালীবাড়ীটা কলিকাতা হইতে আড়াই ক্রোশ উত্তরে হইবে। ঠিক "গঙ্গার উপরে। নৌকা হইতে নামিয়া স্থবিস্তীর্ণ সোপানাবলী দিয়া পূৰ্ব্বাস্ত হইয়া উঠিয়া কালীবাড়ীতে প্রবেশ করিতে হয় । এই ঘাটে পরমহংসদেব স্নান করিতেন। সোপানের পরেই চাদনী । সেখানে ঠাকুরবাড়ীর চৌকীদারেরা থাকে। তাহাদের খাটিয়া, আমকাঠের সিন্দুক, দুই একটী লোটা সেই ’ চাদনীতে মাঝে মাঝে পড়িয়া আছে। পাড়ার বাবুর যখন গঙ্গাস্নান করিতে জাসেন, কেহ কেহ সেই চাদনীতে বসিয়া খোসগল্প করিতে করিতে তেল মাখেন। যে সকল সাধু, ফকির, বৈষ্ণব, বৈষ্ণবী অতিথিশালার প্রসাদ পাইবেন বলিয়া আসেন, র্তাহারাও কেহ কেহু ভোগের ঘণ্টা পৰ্য্যস্ত এই চাদনীতে অপেক্ষ করেন। কখনও কখনও দেখা যায়, গৈরিকবস্ত্রধারিণী ভৈরবী ত্ৰিশূলহন্তে এই স্থানে বসিয়া আছেন। তিনিও সময় হলে অতিথিশালায় যাইৰেন। চাদনীটি দ্বাদশ শিবমন্দিরের ঠিক মধ্যবর্তী। তন্মধ্যে ছয়ট মন্দির চাদনীর ঠিক উত্তরে, আর ছয়ট চাদনীর ঠিক দক্ষিণে । নৌক-যাত্রীরা এই দ্বাদশ মন্দির দূর হইতে দেখিয়া বলিয়া থাকে, “ ঐ রাসমণির ঠাকুরবাড়ী ! ৩। পাক উঠান ও বিষ্ণুঘর। চাঁদনী ও দ্বাদশ মন্দিরের পূর্ববর্তী ইষ্টকনিৰ্ম্মিত পাকা উঠান। উঠানের মাঝখানে সারি সারি দুইটা মন্দির। উত্তরদিকে প্রাধাকাস্তের মন্দির। তাহার ঠিক দক্ষিণে মা-কালীর মন্দির। রাধাকান্তের মন্দিরে শ্ৰীশ্রীরাধাকৃষ্ণবিগ্রহ; পশ্চিমাস্ত হইয়া আছেন। সিড়ি দিয়া মন্দিরে উঠতে হয়। মন্দিরতল মর্শ্বরপ্রস্তরাবৃত। মন্দিরের সন্মুখস্থ দালানে ঝাড় টাঙ্গান আছে। এখন ব্যবহার নাই, তাই রক্তবস্ত্রের স্বাবরণী দ্বারা রক্ষিত... একটী দ্বারবান পাহার। দিতেছে। অপরাহ্নে পশ্চিমের রৌত্রে পাছে ঠাকুরের কষ্ট হয়, এই জন্য ক্যামবিশের পরদার বন্দোবস্ত আছে। দালানের সারি সারি খিলানের ফুকর উহাদের দ্বারা আবৃত হয়। দালানের দক্ষিণ-পূর্ব কোণে একটা গঙ্গাজলের জালা। মন্দিরের চৌকাঠের নিকট একটা পাত্রে শ্ৰীচরণাস্থত। ভক্তেরা জাঙ্গি । ঠাকুর প্রণাম করিয়া ঐ চরণামৃত লইবেন। মন্দির মধ্যে সিংহাসনারূঢ় ঐক্ৰাধ: কৃষ্ণ-বিগ্রহ । ঠাকুর ঐরামকৃষ্ণ এই মন্দিরে প্রথম পূজারীর কার্বে ভ্ৰষ্ঠীৰ্ত্তন '