পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত । ১৮৮৫,২২ অক্টোবর। טS8 SAeAMAAASAASAASAASAASAAeeeAAAS তবে যে পথেই থাকে, ব্যাকুল_হয়ে_তাকে_ডাকা_চাই। তিনি ত অন্তৰ্য্যামী—স্_েআন্তরিক ডাক শুনবেনই_শুনবেন । ব্যাকুল হ’য়ে সাকারবাদীর পথেই যাও, আর নিরাকারবাদীর পথেই যাও, তাকেই ( ঈশ্বরকেই ) পাবে । “মিছরীর রুটি সিধে ক’রেই খাও, আর আড় ক’রেই খাও ; মিষ্ট লাগবে । তোমার ছেলে অমৃতট বেশ ।” ডাক্তার । সে তোমার চেলা । শ্রীরামকৃষ্ণ ( সহাস্তে, ডাক্তারের প্রতি ) । আমার কোন শালা চেল! নাই । আমিই সকলের চেলা সকলেই ঈশ্বরের ছেলে, সকলেই ঈশ্বরের দাস —আমিও ঈশ্বরের ছেলে, আমিও ঈশ্বরের দাস । “চাদা মামা সকলেরই মাম৷ ” ( সভাস্থ সকলের আনন্দ ও হাস্ত ) ৷