পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२&० শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত । [১৮৮৫, ২৫ অক্টোবর ! ح - ... که همه اینهام *. SSAS SSAS SSASASASAeSAMA AMAeSeeMAMASAM AA AMSAMA AMMMAAA AAAAS AAAS SAAAM AA AMS SeeASAMMMeeAeeeeMeAMMMAeeeS eAAAS AAAAA AAAAS AAAAA AAAAMAMAAAS তৃতীয় পরিচ্ছেদ । [ বিজয়াদিভক্তসঙ্গে প্রেমানন্দে । ] কিয়ৎক্ষণ পরে শ্ৰীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী পরমহংসদেবকে দর্শন করিতে আসিলেন । সঙ্গে কয়েকট ব্রাহ্মভক্ত । বিজয়কৃষ্ণ ঢাকায় অনেক দিবস ছিলেন । আপাততঃ পশ্চিমে অনেক তীর্থ ভ্রমণের পর সবে কলিকাতায় পহুছিয়াছেন । আসিয়া ঠাকুর রামকৃষ্ণকে ভূমিষ্ট হইয় প্রণাম করিলেন । অনেকে উপস্থিত ছিলেন,–নরেন্দ্র, ম–চক্ৰবৰ্ত্তী, নবগোপাল, ভূপতি, লাটু, মাষ্টার, ছোট নরেন্দ্র ইত্যাদি অনেকগুলি ভক্ত । ম–চক্ৰবৰ্ত্তী (বিজয়ের প্রতি ) ৷ মহাশয়, তীর্থ করে এলেন, অনেক দেশ দেখে এলেন, এখন কি দেখলেন বলুন । বিজয়। কি ব’লবো ! দেখছি, যেখানে এখন ব’সে আছি, এই খানেই সব । কেবল মিছে ঘোরা ! কোন কোন জায়গায় এরই এক আন কি দুই আনা, কোথায় চারি আনা, এই পৰ্য্যন্ত । এই খানেই পূর্ণ ষোল আন দেখছি! ম-চক্রবত্তী। ঠিক বলেছেন, আবার ইনিই ঘোরান ইনিই বসান ! শ্রীরামকৃষ্ণ ( নরেন্দ্রের প্রতি ) । দেখ বিজয়ের অবস্থা কি হ’য়েছে ! লক্ষণ সব বদলে গেছে, যেন আউটে গেছে ! আমি পরমহংসের ঘাড় ও কপাল দেখে চিনতে পারি। বলতে পারি পরমহংস কি না । • ম-চক্রবর্তী (বিজয়ের প্রতি )। মহাশয়! আপনার আহার কমে গেছে ? , বিজয়। ই, বোধ হয় গিয়েছে। . ( শ্রীরামকৃষ্ণের প্রতি ) ৷ আপনার পীড়ার কথা শুনে দেখতে এলাম । আবার ঢাকা থেকে— শ্রীরামকৃষ্ণ । কি ? বিজয় কোন উত্তর দিলেন না । খানিক ক্ষণ চুপ করিয়া রহিলেন । বিজয় । ধরা না দিলে ধরা শক্ত। এখানে ষোল আনা 7 - , শ্রীরামকৃষ্ণ । কেদার * ব’ল্পে, অন্য জায়গায় খেতে পাই না-এখানে - এসে পেটভরা পেলুম ! - - ম-চক্রবর্তী। পেটভরা কি ? উপচে পড়ছে ! - • জীযুক্ত কেদার চাটুৰ্য্যে অনেক দিন ঢাকায় ছিলেন । ঈশ্বরের কথা পড়লেই তাহার" চক্ষু আৰ্দ্ৰ হইত। একজন পরম ভক্ত । - که. /