পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বর । কালীবাড়ী ও উদ্যান । &

  • ایحه به سع

- - - -- - دهانههای بیمههای اجتماعی _ SAMMSAS A SAS SSAS SSAS SSAS AeAeASeeMASASAMeeASAeeMAAA AAAAA ASA SSASAS SSAS SSEA C S C C C SS e SS ● । नत् ॐइव आधीच्षी । উঠানের দক্ষিণে সারি সারি ঘরগুলিতে দপ্তরখানা ও কৰ্ম্মচারীদিগের থাকিবার স্থান । এখানে খাজাঞ্জী, মুহুরী সৰ্ব্বদা থাকেন ; আর ভাণ্ডারী, দাস দাসী, পূজারী, রণধুনী, ব্রাহ্মণঠাকুর ইত্যাদির ও দ্বারবানদের সর্বদ । যাতায়াত। কোনও কোনও ঘর চাবি দেওয়া ; তন্মধ্যে ঠাকুরবাড়ীর আসবাব, সতরঞ্চ, সামিয়ানা ইত্যাদি থাকে । এই সারির কয়েকটা ঘর পরমহংসদেবের জন্মোৎসব উপলক্ষে ভাড়ার ঘর করা হষ্টত । তাহার দক্ষিণদিকের ভূমিতে মহামহোৎসবের রান্না হইত । উঠানের উত্তরে যে একতাল। ঘরের শ্রেণী আছে, তাহার ঠিক মাঝখানে দেউড়ী । চাদনীর ন্যায় সেখানেও দ্বারবানের পাহারা দিতেছে । উভয় । স্থানে প্রবেশ করিবার পূৰ্ব্বে বাহিরে জুতা রাখিয়া যাইতে হইবে । - BB uBBDD iDBBBBBiD DDD S - উঠানের ঠিক উত্তর-পশ্চিমকোণে অর্থাৎ দ্বাদশ মন্দিরের ঠিক উত্তরে শ্ৰীশ্ৰীপরমহংসদেবের ঘর। ঘরের ঠিক পশ্চিমদিকে অৰ্দ্ধমণ্ডলাকার একটা বারাও । সেই বারাণ্ডায় শ্রীরামকৃষ্ণ পশ্চিমাস্ত হইয় গঙ্গা দর্শন করিতেন । ” এই বারাণ্ডার পরেই পথ । তাহার পশ্চিমে পুষ্পোদ্যান, তৎপরে পোস্ত । তাহার পরেই পুতসলিল কলকলনাদিনী গঙ্গা । ১১ । লহ বাহ ও বকুলতলা । পরমহংসদেবের ঘরের ঠিক উত্তরে একটা চতুষ্কোণ বারাগু, তাহার উত্তরে উদ্যানপথ। তাহার উত্তরে আবার পুষ্পোস্তান । তাহার পরেই নহৰৎখান । নহবতের নীচের ঘরে র্তাহার স্বৰ্গীয়া পরমারাধ্যা বৃদ্ধ। মাতাঠাকুরাণী থাকিতেন । নহবতের পরেই বকুলতল ও বকুলতলার ঘাট । এখানে পাড়ার মেয়েরা স্নান করেন । এই ঘাটে শ্রীশ্রীপরমহংসদেবের বুদ্ধ মাতাঠাকুরাণীর wগঙ্গালাভ হয় । - ১২, ১৩ । পঞ্চবটী । বকুলতলার আর কিছু উত্তরে পঞ্চবটী । এই পঞ্চবটীর পাদমূলে বসিয়া পরমহংসদেব অনেক সাধনা করিয়াছিলেন, আর ইদানীং ভক্তসঙ্গে সৰ্ব্বদা পাদচারণ করিতেন। গভীর রাত্রে সেখানে কখন কখন উঠিয়া যাইতেন । পঞ্চবটার বৃক্ষগুলি—বট, অশ্বখ, নিম্ব, আমলকী ও বিৰ—ঠাকুর নিজের তাৰ । বানা" করিয়াছিলেন। শ্ৰীবৃন্দাবন হইতে ফিরিয়া আসিয়া এখানে রজঃ